Money Making Tips: লাখ লাখ টাকা আয়...! এই ফল চাষ দেখাচ্ছে কামাল, চমকে দেবে লাভের অঙ্ক! আজ পুঁতলে সারা বছর সর্টেড!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Money Making Tips: মালদহ জেলায় পেয়ারা চাষ করে সারা বছর লাভবান হচ্ছেন চাষিরা। আমের মরশুম শেষ হলে কালিয়াচকসহ অন্যান্য ব্লক এলাকায় পেয়ারা চাষ শুরু হয়, যা বাজারে সারা বছর চাহিদা মেটায়।
advertisement
1/6

আম, লিচু তো মরশুম ফল তবে এবারে এই চাষ করলে লাভ হবে সারা বছর। নিয়মিত পরিচর্যা করলেই টাকা আসবে ভুরি ভুরি। তাই এবারে পেয়ারা চাষে আগ্রহ দেখা মিলল মালদহ জেলায়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6

আমের জন্য বিখ্যাত মালদহ জেলায় অধিকাংশ পরিমাণে আম গাছ থাকলেও জেলার কালিয়াচক সহ অন্যান্য ব্লক এলাকায় দেখা দেয় ব্যাপক পরিমাণে পেয়ারা গাছ। আর সারা বছর এই পেয়ারা চাষ করেই আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
এক পেয়ারা চাষি ইয়াসিন শেখ জানান, এই ফল নিয়মিত পরিচর্যা করে চাষ করলে সারা বছর আয় হবে। প্রতিবছর আম ও লিচুর মরশুম শেষ হওয়ার পর পেয়ারা চাষ করি। বছরে দুই বার ফলন হয়। পেয়ারা বড় হলে নিজেই ভেঙে বাজারে বিক্রি করি। ভাল রোজগার হয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
মরশুম অনুযায়ী অন্যান্য ফলের চাহিদা থাকলেও বাজারে সারা বছর চাহিদা থাকে পেয়ারার। ৩০ থেকে ৮০ টাকা কিলো দরে বিক্রি হয় ভাল প্রজাতির পেয়ারা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
মূলত তিন থেকে চারটি প্রজাতির পেয়ারা চাষের জন্য উপযুক্ত মালদহের মাটি। মালদহের কালিয়াচক, বামনগোলা, হবিবপুর, গাজোল ব্লক এলাকার মাটি উপযুক্ত পেয়ারা চাষের জন্য বলে জানান জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুশয়ান্ত কুমার রাঘব।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
তিনি বলেন, "বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে সারা বছরে দুই বার পেয়ারা চাষ করা যাবে। বাজারে ভাল চাহিদা রয়েছে পেয়ারার। ললিত শ্বেতা ইত্যাদি জনপ্রিয় পেয়ারা চাষ মালদহের কালিয়াচক, বামনগোলা, হবিবপুর, গাজোল ব্লক এলাকার মাটির জন্য উপযুক্ত।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: লাখ লাখ টাকা আয়...! এই ফল চাষ দেখাচ্ছে কামাল, চমকে দেবে লাভের অঙ্ক! আজ পুঁতলে সারা বছর সর্টেড!