বেল খেয়ে কি খোলা ফেলে দিচ্ছেন? এই ট্রিক জানলেই বাজিমাত, রোজগারে আসবে জোয়ার
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
Money Making Tips: বেল দিয়ে তৈরি হচ্ছে মালা, শুনে অবাক হচ্ছেন তো! অবাক হলেও এটাই বাস্তব। এখন এই বেলের মালা তৈরি করে স্বনির্ভর হচ্ছে বাঁকুড়ার গৃহবধূরা।
advertisement
1/7

বেল বা বেলের শরবত অনেকেই খান। তবে বেলের 'খোলা টা' কি ফেলে দিচ্ছেন, তাহলে ভুল করছেন! ওই বেলের খোলা দিয়েই রোজগারের নতুন পথ হতে পারে । বেল দিয়ে তৈরি হচ্ছে মালা, শুনে অবাক হচ্ছেন তো! অবাক হলেও এটাই বাস্তব। এখন এই বেলের মালা তৈরি করে স্বনির্ভর হচ্ছে বাঁকুড়ার গৃহবধূরা। সংসারের কাজের পাশাপাশি এখন গৃহবধূদের সঙ্গী হয়ে উঠেছে এই বেল খোলা!
advertisement
2/7
আপনিও কি চাইছেন রোজগারের একটি নতুন পথ? সংসারের কাজের পাশাপাশি কি আপনি বাড়িতে বসে অর্থ উপার্জনের চিন্তাভাবনা করছেন? তাহলে আপনাকে দেখতে হবে, এই সম্পূর্ণ প্রতিবেদনটি।
advertisement
3/7
বাঁকুড়ার মহিলারা বেলের খোলা সংগ্রহ করে তৈরি করছেন মালা। আর সেই মালা তৈরি করে রোজগারও হচ্ছে তাদের!
advertisement
4/7
এই বেল খোলা দিয়ে রোজগার করছেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে থাকা মহিলারা। মহাজনের হাত ধরে চলছে এই বেল মালার শিল্প। বেল মালা তৈরি করার জন্য প্রয়োজন- একটি বাসের কুঞ্চি, এক থেকে দেড় ফুটের মোটা সুতো, চাঁদ থেকে ৫ ইঞ্চির একটি মোটা তার ও এক টুকরো নারকেলের খোলা। এগুলি দিয়েই তৈরি হয়েছে কাজের যন্ত্র।
advertisement
5/7
এরপর মহিলারা শুকনো বেলের খোলা সংগ্রহ করছেন বিষ্ণুপুরে থাকা বেল খোলার আড়ত থেকে অথবা মহাজনের কাছ থেকে। তারপর ওই খোলা টাকে জলে ভিজিয়ে শুরু হচ্ছে তাদের কাজ।
advertisement
6/7
সমস্ত কাজের উপকরণ গুলি মহাজনের কাছ থেকেই সংগ্রহ করেন মহিলারা। বেল খোলাকে জলে ভিজিয়ে শুরু হয় কাজ তারপর সেটাকে শুকিয়ে প্রথমে দাগ দিতে হয় তারপর কাঠি বানাতে হয়। এরপর সুতো দিয়ে তৈরি করা হয় মালা।
advertisement
7/7
এই মালা বিক্রি করার জন্য বাইরে কোথাও যেতে হয় না মহিলাদের। সাতদিন অন্তর বা ১৫ দিন অন্তর মহাজনরা এই মহিলাদের বাড়ি এসেই মালা গুলি নিয়ে যায়। আর এখান থেকেই বেশ ভাল রকমের অর্থ উপার্জন করছেন গৃহবধূরা। এই বেল মালা করে স্বনির্ভর হচ্ছে বাঁকুড়ার মহিলারা। (তথ্য-অনিকেত বাউরী)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বেল খেয়ে কি খোলা ফেলে দিচ্ছেন? এই ট্রিক জানলেই বাজিমাত, রোজগারে আসবে জোয়ার