Money Making Ideas: সুগন্ধী এই ফুল চাষে পকেটে উপচে পড়বে টাকা ! স্বল্প খরচে আপনিও হতে পারেন মালামাল
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Money Making Ideas: এই রজনীগন্ধা ফুল চাষে লাভ পাওয়া সম্ভব দ্বিগুণের বেশি। তবে খেয়াল রাখতে হবে বিশেষ কিছু বিষয়ের ওপর।
advertisement
1/5

বর্তমান সময়ে বহু কৃষক গতানুগতিক চাষ আবাদের পাশাপশি ফুল চাষ করে থাকেন। তবে সব ধরনের ফুল চাষে ব্যাপক লাভ হয় না। বারোমাস ফুল বিক্রি করা সম্ভব এমন ফুল চাষ থেকে বেশি লাভ পাওয়া যায়। এমনই একটি ফুল চাষ হল রজনীগন্ধা ফুল চাষ।
advertisement
2/5
এই রজনীগন্ধা ফুল চাষে লাভ পাওয়া সম্ভব দ্বিগুণের বেশি। তবে খেয়াল রাখতে হবে বিশেষ কিছু বিষয়ের ওপর। নাহলে এই চাষ থেকে অধিক মাত্রায় লাভ পাওয়া যাবে না। এছাড়া চাষে অসুবিধা তৈরি হবে অনেকটা বেশি পরিমাণে।
advertisement
3/5
ফুল চাষি কৃষক অখিল কুমার চৌধুরী জানান, "দীর্ঘ সময় ধরে তিনি নদীয়ায় ফুল চাষের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই তিনি রজনীগন্ধা ফুল চাষের বিষয় সর্ম্পকে বিস্তারিত জানেন। তারপর মাথাভাঙা এসে এই রজনীগন্ধা ফুল চাষ শুরু করেন তাঁর বাড়ির পাশের জমিতে। এই ফুল চাষে খরচ হয় একেবারেই কম। তবে লাভের পরিমাণ আসে খরচের তুলনায় দ্বিগুণের বেশি। তাই এই চাষ করতে বেশি আগ্রহ প্রকাশ করেন বহু কৃষক। আর সারাটা বছর ফুলের ফলন ভাল থাকার কারণে লাভের মাত্রা সারাটা বছর দেখতে পারেন কৃষক।"
advertisement
4/5
তিনি আরও জানান, "এই চাষে জমির হতে হবে অবশ্যই উঁচু জমি। যেখানে জল দাঁড়াবে না কিংবা জলের স্তর কম থাকবে এমন জমির প্রয়োজন হয়। জমির তৈরি করার সময় ভাল মতন সার ও চুন প্রয়োগ করতে হয়। তাহলে গাছের মান ভাল থাকে। এছাড়া চাষ করার পর প্রতি মাসে একবার করে সার প্রয়োগ করতে হয়। তবে চাষে ভাল মাত্রায় ফুল পাওয়া যায়। নাহলে ফুলের মান কিংবা ফলন খারাপ হওয়ার সম্ভবনা থাকে। এই ফুল বাজারে পাইকারি ৪ থেকে ৫ টাকা দামে বিক্রি হয়।"
advertisement
5/5
যেসমস্ত চাষিরা একবার চাষে অনেকটা সময় পর্যন্ত মুনাফা অর্জন করতে চান। তাঁরা চাইলে এই ফুল চাষ করতে পারেন। এছাড়া চাষের খরচ তুলনামূলক ভাবে অন্যান্য চাষের চাইতে অনেকটা কম থাকার কারণে বহু চাষি খুব সহজেই এই চাষ করতে পারবেন। আর এই চাষের থেকে দ্বিগুণের বেশি লাভ পেতে পারবেন অনেকটা সময় পর্যন্ত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: সুগন্ধী এই ফুল চাষে পকেটে উপচে পড়বে টাকা ! স্বল্প খরচে আপনিও হতে পারেন মালামাল