মোদি সরকারের নতুন চমক, গ্রামে খুব সস্তায় মিলবে ইন্টারনেট পরিষেবা...
Last Updated:
advertisement
1/6

ডিজিটাল ভারতের কথা বারবার শোনা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীর মুখে৷ নিজে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সচ্ছ্বন্দ৷ নিজের মন্ত্রী-আমলাদেরও নির্দেশ দিয়েছেন ইন্টারনেট ব্যবহারে কাজ সারতে৷ এবার সেই মোদি সরকারই গ্রামে-গ্রামে খুব সস্তায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে৷
advertisement
2/6
ভারত-নেট প্রকল্পের মাধ্যমে এই সুবিধা পাবেন গ্রামবাসীরা৷ ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডের অধিনে ভারত ব্রডব্যান্ড লিমিটেডকে ইতিমধ্যেই ২০হাজার ৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছে৷ রাজ্যসভায় জানিয়েছেন টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ Representative Image
advertisement
3/6
তিনি জানান যে প্রথম দফায় ১০ হাজার ২৮৬ কোটি ও দ্বিতীয় দফায় ১০ হাজার ১৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে এই সংস্থাকে৷ এরফেল উপকৃত হবেন আড়াই লক্ষ গ্রামের কুড়ি হাজার কোটি মানুষ৷ হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা উপভোগ করতে পারবেন তারা৷ Representative Image
advertisement
4/6
ভারত-নেট প্ল্যান কী? স্যাটালাইট মিডিয়ার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির সঙ্গে যোগাযোগ বাড়াবে ভারত-নেট৷ মন্ত্রী জানান জুলাই মাসের শুরু থেকেই প্রায় ৩৪ লক্ষ কিলোমিটার জুড়ে বসানো শুরু হয়েছে অপটিক কেবল৷ যার মাধ্যে দিয়ে দ্রুত বয়ে যাবে ডেটা৷ Representative Image
advertisement
5/6
ইতিমধ্যেই ১লক্ষ ৩১ হাজার ৩৯২টি গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করা গিয়েছে এর মাধ্যমে৷ এর মধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার গ্রাম ইন্টারনেট পরিষেবার জন্য পুরোপুরি তৈরি৷ Representative Image
advertisement
6/6
সম্পূর্ণভাবে কাজ শুরু হলে গ্রামে খুব দ্রুত পৌঁছে যাবে ডিজিটাল পরিষেবা৷ এর জন্য সাধারণের হাতে নির্দিষ্ট ডিভাইজও তুলে দেবে সরকার৷ সহজেই Wi-Fi ব্যবহার করতে পারবেন গ্রামবাসীরা৷ যার ফলে বিশ্ব দরবারে যোগযোগ বাড়বে তাদের৷ Representative Image