Perfect CIBIL Score For Credit Card: ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে মিনিমাম 'CIBIL Score' কত হওয়া প্রয়োজন? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Minimum Cibil Score For Credit Card: ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় আরও একটি কথা মাথায় রাখা প্রয়োজন যে একই সঙ্গে বেশ কয়েকটি ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত নয়।
advertisement
1/6

একটা সময় ক্রেডিট কার্ড পেতে অনেক কাঠখড় পোড়াতে হত। এখন প্রক্রিয়াটা সহজ। ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। অনেক কোম্পানি ইউজার সংখ্যা বাড়াতে লোভনীয় সব অফার দেয়। অফারের লোভে অনেকে একাধিক ক্রেডিট কার্ড নিয়েও নেন। এমনও অনেকে আছেন, যাঁদের প্রয়োজন নেই অথচ ক্রেডিট কার্ড নিয়ে রেখেছেন।
advertisement
2/6
তবে, ক্রেডিট কার্ড পাওয়ার জন্য একটি নির্দিষ্ট মাসিক আয় থাকা প্রয়োজন। আয়ের সঙ্গে সঙ্গে একটি ভাল সিবিল স্কোর থাকাও জরুরি ক্রেডিট কার্ড পাওয়ার জন্য।এর জন্য সিবিল স্কোর সাধারণত ৩০০ থেকে ৯০০-এর মধ্যে মাপা হয়ে থাকে। যদি কারও সিবিল স্কোর কম করে ৭৫০ হয়, তাহলেই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে।
advertisement
3/6
এছাড়াও ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় আরও একটি কথা মাথায় রাখা প্রয়োজন যে একই সঙ্গে বেশ কয়েকটি ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত নয়।ব্যাঙ্ক ছাড়াও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে একই সঙ্গে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত নয়। একই সঙ্গে বিভিন্ন জায়গায় ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা হলে তা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
advertisement
4/6
সুতরাং যে কোনও এক জায়গায় ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটি বাতিল হয়ে গেলে অন্য জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে।একই সঙ্গে মাথায় রাখতে হবে যে, নিজেদের সিবিল স্কোর যেন কম করে ৭৫০ হয়। সিবিল স্কোর ৭৫০-এর কম হলে, ক্রেডিট কার্ডের আবেদন বাতিল হয়ে যেতে পারে। কারণ বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ড দেওয়ার জন্য সিবিল স্কোর চেক করে।
advertisement
5/6
ক্রেডিট কার্ড থাকলে নগদ নিয়ে চিন্তা করতে হয় না। ইচ্ছে মতো কেনাকাটা করা যায়। এ সবই সত্যি। কিন্তু এর ফলে এক ধরনের মানসিকতা গড়ে ওঠে, ‘এখন তো সোয়াইপ করি, পরে দেখা যাবে’। এতে খরচ বাড়ে। এমনকী আর্থিক সংকট তৈরি হওয়াও অস্বাভাবিক নয়। তাহলে উপায়? ক্রেডিট কার্ডের অযৌক্তিক ব্যবহার রোধ করতে হবে। নেওয়ার আগে ওটাও মাথায় রাখা দরকার!
advertisement
6/6
ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার আগে এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করে নেওয়া আবশ্যক। সেই সঙ্গে ভিন্ন ভিন্ন ক্রেডিট কার্ড বিকল্পের তুল্যমূল্য বিচার করেও দেখতে হবে। এই সব বিচার-বিবেচনা করে নিজের আর্থিক লক্ষ্য অনুযায়ী ক্রেডিট কার্ড নিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Perfect CIBIL Score For Credit Card: ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে মিনিমাম 'CIBIL Score' কত হওয়া প্রয়োজন? জেনে নিন