Middle Class Savings: মধ্যবিত্ত পরিবারে খেয়েদেয়ে স্বপ্নপূরণের টাকা জমানো কঠিন, নতুন বছরে এই টিপসে টাকা জমান হবেন মালামাল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
How to become Lakhpati: বছরের শুরু থেকেই যে উপায়ে টাকা সঞ্চয় করতে পারেন, কী করে হবেন লাখপতি রইল টিপস
advertisement
1/6

মধ্যবিত্তের সংসারে টাকা জমানো খুব সহজ ব্যাপার নয়। বিশেষকরে অল্প আয়ের মানুষের কাছে সংসারের খরচ মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় অনেকটাই কষ্টসাধ্য।
advertisement
2/6
তবে সঞ্চিত আয় আপনার খারাপ সময়ের সঙ্গী হতে পারে। এই সঞ্চয় আপদ-বিপদে আপনাকে জোগাতে পারে ভরসা। নতুন বছর নতুন ভাবে শুরু করার পাশাপাশি টাকা সঞ্চয় করার কিছু উপায় জানুন।
advertisement
3/6
কোন জিনিস কেনার সময় সেটির গুণগত মানের পাশাপাশি টেকসই কিনা দেখে নেওয়া উচিত তাহলে বারবার কেনার প্রয়োজন পড়বে না। ওয়ান টাইম সামগ্রী এড়িয়ে চলুন।
advertisement
4/6
সপ্তাহের নির্দিষ্ট একটি দিন খরচহীন ভাবে কাটানোর চেষ্টা করুন। বিশেষ করে ছুটির দিনটিকে এই দিন হিসেবে বেছে নিতে পারেন। যেখানে প্রয়োজন ছাড়া অর্থ খরচ থেকে বিরত থাকতে পারেন।
advertisement
5/6
প্রয়োজন ছাড়া বিলাসিতা দেখানোর জন্য তেমন কিছু কেনাকাটা কমিয়ে ফেলুন। অনেকক্ষেত্রে পোশাক, ফ্যাশনের অনুষঙ্গসহ বহু জিনিস প্রায়ই কেনার দরকার পড়ে না তবুও কেনা হয়। 'চাওয়া’ আর 'প্রয়োজন' দুটির পার্থক্য বুঝে কিনুন।
advertisement
6/6
কোথাও বাড়তি অর্থ পরিশোধ করতে হয় এমন জায়গায় কেনাকাটা এড়িয়ে চলুন। পাশাপাশি কার্ডের পরিবর্তে নগদ টাকায় টাকায় খরচ শুরু করতে পারেন। কারন কার্ডে খরচ করলে বেহিসাবি হয়ে পড়ার ঝুঁকি থাকে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Middle Class Savings: মধ্যবিত্ত পরিবারে খেয়েদেয়ে স্বপ্নপূরণের টাকা জমানো কঠিন, নতুন বছরে এই টিপসে টাকা জমান হবেন মালামাল