Make Lakhs Of Rupees Easily: এই ভাবে আয় করতে পারেন লাখ লাখ টাকা! রইল সহজ পদ্ধতি
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Make Lakhs Of Rupees Easily: আপনিও এই পদ্ধতিতে আয় করুন লক্ষ লক্ষ টাকা।
advertisement
1/5

পাহাড় মানেই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা। একটু সময় পেলেই মন চায় শুধু পাহাড় আর পাহাড় কেউবা ছুটে আসে দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘা কে দেখবে বলে আবার কেউ চারিদিকে পাহাড়ে ঘেরা চা বাগান জঙ্গল এবং প্রকৃতিকে উপভোগ করবে বলে। সে অর্থেই প্রতিনিয়ত পাহাড়ে ভিড় বাড়ছে পর্যটকদের।
advertisement
2/5
দিনের পর দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ের শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে ছুটে আসছে পর্যটকেরা , দিনের পর দিন চাহিদা বাড়ছে হোমস্টে থেকে শুরু করে খাওয়ারের। বাঙালি মানেই ভোজন রসিক সেই অর্থেই ঘোরার কথা আসলে খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না।
advertisement
3/5
প্রায়শই দেখা যায় পাহাড়ে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকদের চাহিদায় থাকে মাছ। পাহাড়ে জলাশয় না থাকায় তেমনভাবে মাছ চাষ হয় না কিছু কিছু জায়গায় পাওয়া গেলেও বেশিরভাগ জায়গাতেই মাছ না পেয়ে মন খারাপ পর্যটকদের।
advertisement
4/5
সেই অর্থে স্থানীয় থেকে শুরু করে পর্যটকদের চাহিদা মেটাতে পাহাড়ের কোলেই মাছ চাষ শুরু করল দার্জিলিংয়ের তকদাহ তিনচুলের এক বাসিন্দা। এ প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে বাড়ির একটি ফাঁকা জায়গায় মাটি কেটে পুকুর বানিয়ে সেখানে ঝর্ণার জল সরবরাহ করে মাছ চাষ শুরু করেছি ফলন ভালহলে এর মাছগুলি বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে।
advertisement
5/5
পাহাড়ে ঘুরতে আসা ভোজন রসিক বাঙ্গালীদের জন্য সুখবর, এবার পাহাড়ের কোলেই মিলবে টাটকা মাছ। চারিদিকে প্রকৃতির কোলে মাথা দিয়ে দুচোখ ভরে পাহাড় নদী জঙ্গলকে উপভোগ করতে করতে মিলে যাবে পর্যটকদের পছন্দের মাছ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Make Lakhs Of Rupees Easily: এই ভাবে আয় করতে পারেন লাখ লাখ টাকা! রইল সহজ পদ্ধতি