TRENDING:

Rules Changing: ক্রেডিট কার্ড থেকে LPG, আগামী ১ জুলাই থেকে হতে পারে বড়সড় বদল! প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে!

Last Updated:
১ জুলাই, ২০২৩ তারিখ অর্থাৎ শনিবার থেকে এমন অনেক পরিবর্তন আসতে চলেছে, যা আমজনতার পকেটের উপর প্রভাব ফেলতে চলেছে।
advertisement
1/7
ক্রেডিট কার্ড থেকে LPG, আগামী ১ জুলাই থেকে হতে পারে বড়সড় বদল!
জুন মাসটা প্রায় শেষ হয়েই এল। আগামী শনিবার থেকেই শুরু হচ্ছে বছরের সপ্তম মাস অর্থাৎ জুলাই মাস। গোটা দেশে প্রতি মাসের পয়লা তারিখে নানা রকম পরিবর্তন ঘটে যায়। আর এই সব পরিবর্তন সরাসরি ভাবে সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/7
সেই অনুযায়ী আগামী ১ জুলাই, ২০২৩ তারিখ অর্থাৎ শনিবার থেকে এমন অনেক পরিবর্তন আসতে চলেছে, যা আমজনতার পকেটের উপর প্রভাব ফেলতে চলেছে। কিন্তু এই পরিবর্তনগুলি সম্পর্কে সাধারণ মানুষ সেভাবে ওয়াকিবহাল নন। তাহলে জেনে নেওয়া যাক, কী কী পরিবর্তন আসতে চলেছে আগামী মাস থেকে।
advertisement
3/7
এলপিজি-র দাম পরিবর্তন: সরকারি তেল কোম্পানিগুলো প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের মূল্য পরিবর্তন করে। প্রতি মাসের ১ তারিখেই এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়। গত মে এবং এপ্রিল মাসের পয়লা তারিখে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল।
advertisement
4/7
তবে ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। অন্য দিকে, গত ১ জুন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী পেট্রোলিয়াম কোম্পানিগুলো এলপিজি-র দাম পরিবর্তন করেছিল। এলপিজি সিলিন্ডার সস্তা হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমানো হয়েছে, যেখানে ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
advertisement
5/7
ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম: বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে করা ব্যয়ের উপর আগামী ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে টিসিএস ফি ধার্য করার নিয়ম প্রযোজ্য হতে পারে। এই নিয়মের আওতায়, ৭ লক্ষ টাকার অধিক ব্যয় করা হলে ২০ শতাংশ টিসিএস দিতে হবে।
advertisement
6/7
তবে শিক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত খরচ থাকলে এই ফি কমিয়ে ৫ শতাংশ করা হবে। একই সময়ে যাঁরা বিদেশে শিক্ষার জন্য ঋণ নিয়েছেন, তাঁদের করদাতাদের ৭ লক্ষ টাকার উপরে ০.৫ শতাংশ টিসিএস ফি দিতে হবে।
advertisement
7/7
সিএনজি-পিএনজির দাম: প্রতি মাসের পয়লা তারিখ বা প্রথম সপ্তাহে সিএনজি এবং পিএনজির দামে পরিবর্তন আনা হয়। আসলে দিল্লি এবং মুম্বইয়ের পেট্রোলিয়াম সংস্থাগুলি মাসের প্রথম সপ্তাহেই গ্যাসের দাম পরিবর্তন করে। ফলে সেই নিয়ম অনুযায়ী জুলাই মাসেও এই দামের পরিবর্তন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rules Changing: ক্রেডিট কার্ড থেকে LPG, আগামী ১ জুলাই থেকে হতে পারে বড়সড় বদল! প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল