৩১ মার্চ পর্যন্ত সময়, তারপরই বদলে যাবে এই ৪ নিয়ম, SBI-তে যাওয়ার আগে জেনে রাখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বেশ কিছু পরিবর্তন এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মার্চ মাসেই শেষ হচ্ছে এর মেয়াদ।
advertisement
1/8

বেশ কিছু পরিবর্তন এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মার্চ মাসেই শেষ হচ্ছে এর মেয়াদ। ব্যাঙ্কে যাবার আগে এই ৪টি গুরুত্বপূর্ণ জিনিসের খেয়াল রাখতে হবে। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি।
advertisement
2/8
এসবিআই অমৃত কলস: অমৃত কলস স্কিমে উচ্চ সুদে ফিক্সড ডিপোজিট করতে পারেন গ্রাহকরা। মেয়াদ ৪০০ দিন। মার্চ মাসেই শেষ হচ্ছে এই স্কিমের মেয়াদ।
advertisement
3/8
এসবিআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, ‘৪০০ দিন মেয়াদের অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রবীন নাগরিকরা পাচ্ছেন ৭.৬০ শতাংশ হারে। ২০২৩-এর ১২ এপ্রিল এই স্কিম শুরু হয়েছিল। ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত এই স্কিমে টাকা রাখতে পারবেন গ্রাহকরা’। প্রসঙ্গত, এর আগে অমৃত কলস স্কিমে টাকা রাখার শেষ দিন ছিল ২০২৩-এর ৩১ ডিসেম্বর। পরে সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৪ করা হয়।
advertisement
4/8
এসবিআই উই কেয়ার: এই স্কিমে প্রবীণ নাগরিকদের ৫ থেকে ১০ বছর মেয়াদে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। উই কেয়ারেও বিনিয়োগের শেষ দিন ২০২৪-এর ৩১ মার্চ।
advertisement
5/8
এসবিআই সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট রেট: এসবিআই প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ দেয়। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ। নির্দিষ্ট সময় অন্তর সুদের হার পরিবর্তন করে ব্যাঙ্ক।
advertisement
6/8
এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, নিয়মিত আমানতে প্রদত্ত সুদের হার ৪ শতাংশ থেকে ৭.৫০ শতাংশের মধ্যে।
advertisement
7/8
এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দিষ্ট মেয়াদে ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। সাধারণ গ্রাহকরা ২ কোটি টাকার কম এফডি-তে ৩.৫ শতাংশ থেকে ৭ শতাংশ হারে (অমৃত কলশ বাদে) সুদ পান।
advertisement
8/8
হোম লোনে ছাড়: এসবিআই স্পেশাল হোম লোনে ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে। এই ছাড় মিলবে ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত। এই ছাড় ফ্লেক্সিপে, এনআরআই, নন-স্যালারি, প্রিভিলেজ এবং ‘আপন ঘর’ সহ সমস্ত হোম লোনের জন্য বৈধ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৩১ মার্চ পর্যন্ত সময়, তারপরই বদলে যাবে এই ৪ নিয়ম, SBI-তে যাওয়ার আগে জেনে রাখুন