LPG Price Drops: মাসের শুরুতেই বিরাট সুখবর! একধাক্কায় ১০০ টাকা কমল LPG সিলিন্ডারের দাম, কলকাতায় আজ কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
LPG Gas Cylinder Price Today: মাসের প্রথম দিনেই সুখবর! এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় পতন! কত হল সিলিন্ডার-পিছু রেট? কোন শহরে কত?
advertisement
1/11

১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এবার থেকে দিতে হবে ১৬৮০ টাকা। এর আগে জুলাই মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১৭৮০ টাকা। অর্থাৎ একধাক্কায় ১০০ টাকা কমল দাম। তবে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
advertisement
2/11
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আজ: অগাস্ট মাসের প্রথম দিনই বড় সুখবর। তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় কাটছাঁট করেছে এবার। জুলাই মাসে দাম বাড়ানোর পর সিলিন্ডারের দাম কমতে দেখা গেল অগাস্টের শুরুতেই।
advertisement
3/11
তেল বিপণন সংস্থাগুলি ১ অগাস্ট সকালে বাণিজ্যিক সিলিন্ডারের (এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম) ১০০ টাকা কমিয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন থেকে ১৬৮০ টাকা দিতে হবে। আগে এর জন্য ১৭৮০ টাকা দিতে হত। তবে দেশীয় গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
advertisement
4/11
১ অগাস্ট থেকে নতুন রেট কার্যকর হয়েছে: আজ অর্থাৎ ১ আগস্ট থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দর কার্যকর হয়েছে দেশজুড়ে। দেশীয় সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর জন্য রাজধানী দিল্লিতে আগের মতোই ১১০৩ টাকা দিতে হবে।
advertisement
5/11
রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৮০ টাকা থেকে ১৬৮০ টাকায় নেমে এসেছে।
advertisement
6/11
কলকাতায়, ১৮৯৫.৫০ টাকার পরিবর্তে এখন ১৮০২.৫০ টাকা দিতে হবে বাণিজ্যিক সিলিন্ডার পিছু।
advertisement
7/11
একইভাবে মুম্বইতে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ১৭৩৩.৫০ টাকা ছিল, যা এখন ১৬৪০.৫০ টাকায় পাওয়া যাবে।
advertisement
8/11
চেন্নাইতে দাম ১৯৪৫.০০ টাকা থেকে ১৮৫২.৫০ টাকায় নেমে এসেছে এই মাসে৷
advertisement
9/11
২৭ দিন পর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল কোম্পানিগুলি। এর আগে, ৪ জুলাই সিলিন্ডার প্রতি ৭ টাকা দাম বৃদ্ধি করেছিল সংস্থাগুলি। জুলাইয়ের আগে মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে সিলিন্ডারের দাম কমেছে।
advertisement
10/11
১ মার্চ, ২০২৩-এ সিলিন্ডারের দাম ছিল ২১১৯.৫০ টাকা। এপ্রিলে দাম কমে ২০২৮ টাকা, মে মাসে ১৮৫৬.৫০ টাকায় এবং ১ জুন তা ১৭৭৩ টাকা হয়। কিন্তু এর পরে জুলাই মাসে ৭ টাকা বাড়ল এবং দিল্লিতে সিলিন্ডার ১৭৮০ টাকা হয়ে গেল।
advertisement
11/11
১ আগস্ট অনুযায়ী, মেট্রো সিটিতে গ্যাস সিলিন্ডারের দাম দিল্লি ---- ১৬৮০ টাকা কলকাতা ---- ১৮০২.৫০ টাকা মুম্বাই ---- ১৬৪০.৫০ টাকা চেন্নাই ---- ১৮৫২.৫০ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Price Drops: মাসের শুরুতেই বিরাট সুখবর! একধাক্কায় ১০০ টাকা কমল LPG সিলিন্ডারের দাম, কলকাতায় আজ কত?