TRENDING:

শারদোৎসবের আগে পদ্মের বিপুল চাহিদা! আশার আলো দেখছেন জেলার  চাষিরা

Last Updated:
দুর্গাপুজোর আগে বাজারে বাড়ছে পদ্মের চাহিদা। জেলার চাষিরা মনে করছেন এবারের উৎসবে পদ্ম বিক্রি থেকে ভাল মুনাফা পাবেন। আশার আলো দেখছেন কৃষকেরা।
advertisement
1/6
শারদোৎসবের আগে পদ্মের বিপুল চাহিদা! আশার আলো দেখছেন জেলার  চাষিরা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: শারদ উৎসবের আগে আশার আলো! পদ্মফুলের চাহিদা বাড়ায় কিছুটা হলেও যেন স্বস্তিতে জেলার চাষীরা। দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো
advertisement
2/6
দীর্ঘদিন ধরে বাজারে চাহিদা কমে যাওয়ায় পদ্মচাষিদের মাথায় হাত দেওয়ার জোগাড় হয়েছিল। তবে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেই সংকট কাটতে চলেছে বলে আশাবাদী চাষিরা
advertisement
3/6
চলতি বছরে লক্ষ্মীবারের পূজো ছাড়া পদ্মফুলের বাজার কার্যত একেবারেই ভাটায় গিয়েছিল। ফলে ফুল তুলে বিক্রি না হওয়ায় অনেক ক্ষেত্রেই নষ্ট হয়েছে পদ্মফুল
advertisement
4/6
পাঁচঘরিয়া নাংলার বিল এলাকায় প্রায় ৬০ বিঘা জমিতে পদ্ম চাষ করেছেন পদ্ম চাষী পরিমল মন্ডল। এখান থেকেই সারা বছর পদ্মফুল ঠাকুরনগর বাজার হয়ে রাজ্যের নানা প্রান্তে পৌঁছায়। কিন্তু চাহিদার টান কমে যাওয়ায় বিপাকে পড়তে হয়েছিল স্থানীয় পদ্মচাষিদের
advertisement
5/6
চাষিদের অভিযোগ, কোল্ড স্টোরেজে ফুল মজুত রাখতেও খরচ বাড়ছিল ক্রমশ। তবুও কোনো লাভের মুখ দেখা যাচ্ছিল না। তবে দুর্গাপুজোয় দেবীর আরাধনায় পদ্ম অপরিহার্য। সেই জায়গায় দাঁড়িয়ে বনেদি বাড়ি হোক বা বারোয়ারি, পদ্মের চাহিদা যে বাড়বেই, সেই আশাতেই এখন বুক বাঁধছেন পদ্মচাষিরা
advertisement
6/6
এরই মধ্যে বিঘে পর বিঘে জমিতে ফোটা পদ্ম দেখতে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। চাষিরা আশা করছেন, এবারের দুর্গোৎসব অন্তত খরচের কিছুটা হলেও তুলতে সাহায্য করবে। এখন দেখার বিষয়, এবারের পুজোয় পদ্ম কতটা লক্ষ্মী লাভ করায় পদ্মচাষিদের
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
শারদোৎসবের আগে পদ্মের বিপুল চাহিদা! আশার আলো দেখছেন জেলার  চাষিরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল