Latest Gold Price: আরও বেড়ে গেল সোনার দাম ! আজ ১ গ্রাম কিনতে কত খরচ হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Latest Gold Price: আজ আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। জেনে নিন আজ ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম এবং দামের বৃদ্ধির প্রধান কারণগুলো।
advertisement
1/6

সাম্প্রতিক সময়ে সোনার দামের ঊর্ধ্বগতি যেন থামছেই না। আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বেড়ে যাওয়া, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশীয় বাজারেও সোনার দাম প্রতিদিনই নতুন উচ্চতা ছুঁচ্ছে।
advertisement
2/6
সোনার বাজারে প্রতিদিনই ওঠানামা হচ্ছে। কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নেবেন ৷ আজকের বাজারে সোনার দামে সামান্য পরিবর্তন হয়েছে, যা নজরে রাখার মতো।
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অর্থনীতির ধীরগতি, মার্কিন ডলারের ওঠানামা, এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা কিছুটা কমে যাওয়া—এই সব কারণেই সোনার দামে সাময়িক পতন হয়েছে। এছাড়াও, বিনিয়োগকারীরা শেয়ার বাজারে কিছুটা ঝুঁকি নিতে শুরু করায় সোনা কেনার প্রবণতা হ্রাস পেয়েছে।
advertisement
4/6
যাঁরা শীঘ্রই সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দাম বাড়ার এই ধারা সতর্কবার্তা হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা আরও বাড়ে, তাহলে আগামী সপ্তাহে দাম আরও কিছুটা বেড়ে যেতে পারে।
advertisement
5/6
বৃহস্পতিবার ১৪ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৪৭৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৭৮০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৫৪৫৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Latest Gold Price: আরও বেড়ে গেল সোনার দাম ! আজ ১ গ্রাম কিনতে কত খরচ হবে ?