Gold Price Today: সোমবার সকালে সোনার দামে চমক ! দেখে নিন দাম বাড়ল না কমল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Today Gold Price: তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
advertisement
1/5

সোমবার সকালে সোনার দামে চমক ৷ সাধারণত সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে ৷ আন্তর্জাতিক বাজারের অবস্থা, ডলার-রুপির বিনিময় হার, ক্রুড অয়েলের দাম, এমনকি উৎসবের মরশুমের চাহিদা—এই সব কিছুর প্রভাব পড়ে সোনার দামে।
advertisement
2/5
তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
advertisement
3/5
২৫ অগাস্ট অবশ্য সোনার দাম অপরিবর্তিত রয়েছে ৷ এদিনে দামে কোনও বদল করা হয়নি ৷ গত কয়েক মাসে কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নিন ৷
advertisement
4/5
সোমবারের বাজারে সোনার দাম কোনও বদল হয়নি ৷ ২৫ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৫১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৮০৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৬১৫৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোমবার সকালে সোনার দামে চমক ! দেখে নিন দাম বাড়ল না কমল