1 Lakh Rupees Gold: লাখ টাকা পেরিয়ে গেল সোনা ! উৎসবের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
1 Lakh Rupees Gold: সোনার দাম ছুঁয়েছে লাখ টাকা! কেন বাড়ছে সোনার দাম? এখন কি সোনা কেনার সময় নাকি অপেক্ষার?
advertisement
1/6

সোনার দাম দিনে দিনে আকাশছোঁয়া হয়ে উঠছে। সম্প্রতি বাজারে সোনার দর ১ লাখ টাকার গণ্ডি অতিক্রম করেছে, ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে গয়না ব্যবসায়ী সকলেই বেশ চিন্তিত।
advertisement
2/6
বিশেষ অনুষ্ঠানে সোনার ব্যবহার অপরিহার্য। দুর্গাপুজো ও দীপাবলির মতো উৎসবের আগে সোনার চাহিদা বাড়ে। কিন্তু এই সময়েই দাম এতটা বাড়ায় সাধারণ মানুষ গয়না কেনা নিয়ে দ্বিধায় পড়ছেন। অনেকেই নতুন সোনা কেনার পরিকল্পনা বাতিল করছেন অথবা পুরনো সোনাকে গলিয়ে নতুন গয়না তৈরির পথ বেছে নিচ্ছেন।
advertisement
3/6
মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই মুহূর্তে সোনায় বিনিয়োগ করা বা গয়না কেনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। একদিকে মুদ্রাস্ফীতি, অপরদিকে সোনার দাম—দু’য়ের চাপে তাদের মাথায় হাত। ফলে অনেকেই এখন বিকল্প হিসেবে রূপো বা প্লাটিনামের দিকে নজর দিচ্ছেন।
advertisement
4/6
বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আরও বাড়তে পারে যদি আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হয়। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কাছে সোনা এখনও নিরাপদ মাধ্যম হিসেবেই বিবেচিত হচ্ছে।
advertisement
5/6
বুধবার ৩ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০০২০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮২৩০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৩৩৭১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
1 Lakh Rupees Gold: লাখ টাকা পেরিয়ে গেল সোনা ! উৎসবের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের