Lakhpati Didi Scheme: সুুবর্ণ সুযোগ...! কোটি কোটি 'লাখপতি দিদি' আনছে মোদি সরকার। আপনি কীভাবে হবেন 'লাখপতি দিদি'? জানুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lakhpati Didi Scheme: 'লাখপতি দিদি' কী? কারা পাচ্ছেন সুবিধা? আপনি কীভাবে করবেন আবেদন? জানুন কী কী ডক্যুমেন্ট লাগবে থেকে কারা কারা যোগ্য। সব খুঁটিনাটি।
advertisement
1/8

১ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, তাতে লাখপতি দিদি স্কিমের লক্ষ্যমাত্রা বাড়ানোর কথা বলা হয়। অর্থমন্ত্রী বলেন লাখপতি দিদি স্কিমের বরাদ্দ এখন ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হচ্ছে।
advertisement
2/8
আজ বাংলায় এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও লাখপতি দিদি প্রকল্প নিয়ে জোরালো সওয়াল। কিন্তু কী এই লাখপতি দিদি প্রকল্প? লাখপতি দিদি স্কিম-এর আওতায় কারা? আপনি কীভাবে নিতে পারেন এই প্রকল্পের সুবিধা?
advertisement
3/8
লাখপতি দিদি প্রকল্প কী?লাখপতি দিদি প্রকল্প একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। এই স্কিমে সরকার মহিলাদের দক্ষতার প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জনে সক্ষম করে তোলে, যাতে তারা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে পারে। এই প্রকল্পের অধীনে মহিলাদের LED বাল্ব তৈরি এবং আরও অনেক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয়। প্রতীকী ছবি।
advertisement
4/8
লাখপতি দিদি প্রকল্পের সুবিধা:লাখপতি দিদি প্রকল্পে ব্যবসা শুরু করার জন্য আপনিও আবেদন করতে পারেন। লাখপতি দিদি যোজনার অধীনে, একটি ব্যবসা শুরু করার জন্য ঋণ দেওয়া হয়।
advertisement
5/8
এর পাশাপাশি নারীদের স্বনির্ভর হয়ে বাঁচতে উৎসাহিত করা হয়।এটি কম খরচে বীমা কভারেজের সুবিধাও প্রদান করে।
advertisement
6/8
লাখপতি দিদি প্রকল্পটির সুবিধা আপনি কীভাবে পাবেন?যেকোনও মহিলা লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে পারেন৷ এর জন্য ওই মহিলাকে রাজ্যের বাসিন্দা হওয়া এবং যে কোনও স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করা বাধ্যতামূলক৷
advertisement
7/8
এর পরে আপনাকে আপনার এলাকার স্বনির্ভর গোষ্ঠী দফতরে যেতে হবে। এখানে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার ব্যবসা সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।এর পরে আপনার আবেদন পর্যালোচনা করে অনুমোদন করা হবে। তারপর ঋণের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।
advertisement
8/8
হাল্কা শীতের আমেজ থাকলেও এখন শীতের বিদায়ের পালা ৷ আস্তে আস্তে পারদ চড়তে শুরু করবে ৷ আর কয়েকদিন পরেই শুরু হবে প্যাচ প্যাচে গরম ৷ তখন এক মাত্র স্বস্তি মিলবে ঠান্ডা পানীয় ৷ আর একেই হাতিয়ার করে আয় করতে পারবেন মোটা টাকা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Lakhpati Didi Scheme: সুুবর্ণ সুযোগ...! কোটি কোটি 'লাখপতি দিদি' আনছে মোদি সরকার। আপনি কীভাবে হবেন 'লাখপতি দিদি'? জানুন