TRENDING:

এক ছাদের তলায় কত কিছু! পুজোর আগে মেগা ধামাকা, ঢুঁ মারলেই মন গলে যাবে মহিলাদের

Last Updated:
প্রায় এক সপ্তাহ ধরে চলবে এই মেলা, পুজোর আগে কেনাকাটা করতে শেষ সুযোগ। না এলে বড় মিস করবেন। শেষে আঙ্গুল কামড়াতে হবে।
advertisement
1/6
এক ছাদের তলায় কত কিছু! পুজোর আগে মেগা ধামাকা, ঢুঁ মারলেই মন গলে যাবে মহিলাদের
আর হাতে গোনা মাত্র দুটো সপ্তাহ। তার পরেই বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে। এই শারদ উৎসবের জন্য বাঙালি একটা বছর অপেক্ষায় থাকেন। সাজসজ্জা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরির নিয়ে অনেক কিছুই একটা পরিকল্পনা করে রাখে অনেকেই। বিশেষ করে পুজোতে প্যান্ডেল হপিং এর সময় শাড়ি কেমন পরবে বা শাড়ির সঙ্গে কী গহনা পরবেন সেটাও একটা ম্যাচিং করে কেনার চেষ্টা করেন। এবার তাঁদের জন্য পুজোর আগে একটা সুবর্ণ সুযোগ। হাতের কাছেই পেয়ে যাবেন এমনই একটা মেলা যেখানে পেয়ে যাবেন শাড়ি থেকে গহনা সব কিছুই। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
2/6
দুর্গা পুজো দোরগোড়ায় চলে এসেছে। তাই এখনও যারা কেনাকাটা করেননি তাহলে চলে আসতে পারেন এখানে। পেয়ে যাবেন বাংলাদেশী ঢাকায় জামদানি, তশর, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল সিল্ক ঢাকায় মসলিন এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন তাঁতের শাড়ির বিশেষ সম্ভার। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
3/6
মেয়েদের জন্য রয়েছে বাহারি গহনার সম্ভার বিশেষ করে শান্তিনিকেতনের শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন ডোকারা, কড়ি দিয়ে তৈরি বিভিন্ন গহনার পাশাপাশি পেয়ে যাবেন ক্লে জুয়েলারি, ব্ল্যাক পলিশ, কেমিক্যাল বিটস জুয়েলারি, সুতোর কাজ করা বাহারি গহনার সম্ভার পাবেন এখানে। এছাড়াও মেয়েদের হাতের তৈরি শান্তিনিকেতনের বিভিন্ন ব্যাগ। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
4/6
জামা কাপড়ের পাশাপাশি পুজোর সময় অনেকে পারফিউম বা সুগন্ধি কেনেন তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে পেয়ে যাবেন বিভিন্ন হাতের তৈরি পারফিউম। কলকাতা থেকে এসেছেন প্রিয়ালী সাহা তিনি জানান, “এখানে আমার নিজের হাতের তৈরি অর্গানিক পারফিউম এবং আতর পেয়ে যাবেন। বিশেষ করে পাবেন স্টবেরি, রোজ, পাইন আপল, ব্লু বেরি, বিভিন্ন আকর্ষনীয় ফুলের সুগন্ধি পেয়ে যাবেন এখানে।(ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
5/6
কেউ কেউ আবার নিজের বাড়িকে অন্ধকার করে হালকা আলোময় করে রাখতে ভালবাসেন। অনেক সময় বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে মোমবাতি জ্বালাতে ভালবাসেন অনেকে। তাই এবার হাতের কাছে পেয়ে যাবেন বিশেষ ভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের নিজের হাতের তৈরি বাহারি মোমবাতি। যেগুলো আপনার বাড়িতে জ্বালানোর সঙ্গে সঙ্গে ফুটে উঠবে একটা আলাদাই সৌন্দর্য। তাই তাঁদের হাতের তৈরি বাহারি মোমবাতি নিতে গেলে আপনাকে আসতে হবে এখানে। স্বাভাবিকভাবেই এমন মেলায় এসে মেয়েদের মন গলবে না তা হতে পারে না।(ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
6/6
প্রাক শারদীয়া উপলক্ষ্যে আসানসোল জেলা গ্রন্থাগারের পাশে শুরু হল স্বাবলম্বিনী মেলা। এদিন এই মেলার শুভ সূচনা করেন বিশেষভাবে সক্ষম ছাত্ররা। মেলার উদ্যোক্তা ঈশিতা ভট্টাচাৰ্য বলেন, “এই মেলার নাম দেওয়া হয়েছে সাবলম্বিনী, কারণ এখানে মেয়েরা কেউ বাড়ির মা, বোন, মেয়ে তারা এই পরিচয়ের বাইরেও নিজের হাতের তৈরি জিনিস এখানে বিক্রি করে নিজের পায়ে দাঁড়াচ্ছেন ও নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করছেন স্বয়ং সিদ্ধা হিসাবে। মিলাটি শুরু হল ১১ সেপ্টেম্বর থেকে চলবে আগামি ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টে থেকে রাত্রি ১০ টা পর্যন্ত”। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এক ছাদের তলায় কত কিছু! পুজোর আগে মেগা ধামাকা, ঢুঁ মারলেই মন গলে যাবে মহিলাদের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল