Sukanya Samriddhi Yojana : সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এই বড় আপডেট জানেন ? লাভবান হবেন আপনিই
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পিপিএফ, এনএসসি, আরডি ও মান্থলি ইনকাম স্কিমের থেকে এখানে বেশি সুদ পাওয়া যায় ৷
advertisement
1/5

সন্তানের ভবিষ্যত আর্থিভাবে সুরক্ষিত করতে চান ? তাহলে কেন্দ্র সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার জন্য সবচেয়ে ভাল বিনিয়োগের বিকল্প ৷ মেয়ের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টের দায়িত্ব আপনার৷ মেয়ের বয়স ১৮ বছর হয়ে গেলে সে নিজেই দরকার অনুযায়ী টাকা তুলতে পারবে ৷ এই যোজনার ম্যাচিউরিটি মেয়ের ২১ বছর বয়স হওয়ার পর হয়ে থাকে ৷
advertisement
2/5
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সরকার ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে যা ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই বেশি ৷ মেয়ের বিয়ে বা উচ্চশিক্ষার জন্য এখানে টাকা ইনভেস্ট করে ম্যাচিউরিটিতে বড় অঙ্কের টাকা পেতে পারেন ৷ একজন ব্যক্তি কেবল ২জন কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ তবে একটি বিশেষ পরিস্থিতিতে তিন জন মেয়ের নামেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
advertisement
3/5
কোন পরিস্থিতিতে তিন মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ? কোনও পরিবারে ১জন মেয়ের পর দ্বিতীয়বার যদি ২টি যমজ কন্যা সন্তান হয়ে থাকে সে ক্ষেত্রে তিন মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই যোজনায় আগে কেবল দুই মেয়ের নামে অ্যাকাউন্টে টাকা জমা করলে ট্যাক্স ছাড় পাওয়া যেত তবে এবার থেকে এই বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে তিন মেয়ের নামে খোলা অ্যাকাউন্টেও ট্যাক্স ছাড় পাওয়া যেতে পারে ৷
advertisement
4/5
অন্যান্য যোজনার তুলনায় মিলবে বেশি সুদ - সরকার এই যোজনায় ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ দিয়ে থাকে ৷ পিপিএফ, এনএসসি, আরডি ও মান্থলি ইনকাম স্কিমের থেকে এখানে বেশি সুদ পাওয়া যায় ৷ এখানে আপনি যত টাকা ইনভেস্ট করবেন ম্যাচিউরিটিতে তার তিনগুণ রিটার্ন পাবেন ৷ এই যোজনায় আপনি অধিকতম ৬৪ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন ৷
advertisement
5/5
কত টাকা বিনিয়োগ করতে হবে ? এই অ্যাকাউন্ট আপনি ২৫০ টাকা দিয়ে খোলা যেতে পারে ৷ এক অর্থবর্ষে এই স্কিমে কেবল ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ অ্যাকাউন্ট খোলার পর প্রত্যেক অর্থবর্ষে কমপক্ষে ২৫০ টাকা জমা করতেই হবে ৷ ন্যূনতম টাকা জমা না করলে আপনাকে ৫০ টাকা জরিমানা দিতে হতে পারে৷ মেয়ের ২১ বছর হওয়ার পর স্কিম ম্যাচিউর করলেও এখানে বিনিয়োগ আপনাতে কেবল ১৫ বছর করতে হবে ৷ অর্থাৎ আপনি তিন বছরের মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খুললে মেয়ের ১৮ বছর হওয়া পর্যন্ত বিনিয়োগ করতে হবে ৷ মেয়ের ১০ বছর বয়সের মধ্যে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ তারপরে নয় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Sukanya Samriddhi Yojana : সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এই বড় আপডেট জানেন ? লাভবান হবেন আপনিই