TRENDING:

LIC-র এই বিশেষ বেনিফিট স্কিম করিয়েছেন ? তাহলে আর চিন্তা নেই

Last Updated:
এই স্কিমের আওতায় ৫০ বা তার বেশি সংখ্যক কর্মীকে স্বাস্থ্য বিমার সুবিধা দিতে পারবেন নিয়োগকর্তারা।
advertisement
1/6
LIC-র এই বিশেষ বেনিফিট স্কিম করিয়েছেন ? তাহলে আর চিন্তা নেই
গ্রুপ পোস্ট রিটায়ারমেন্ট মেডিকেল বেনিফিট স্কিম চালু করল এলআইসি। এই স্কিমের আওতায় ৫০ বা তার বেশি সংখ্যক কর্মীকে স্বাস্থ্য বিমার সুবিধা দিতে পারবেন নিয়োগকর্তারা। ২ মে থেকে এই নন-লিঙ্কড, নন পার্টিসিপেটিং গ্রুপ সেভিংস ইনস্যুরেন্স পণ্যের সুবিধা পাওয়া যাবে।
advertisement
2/6
মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এলআইসি। সেখানে জানানো হয়েছে, নিয়োগকর্তারা এই স্কিমের মাধ্যমে কর্মীদের অবসর পরবর্তী চিকিৎসা সুবিধা দিতে পারবেন। প্ল্যানটি প্রতিটি সদস্যকে একটি নির্দিষ্ট জীবন কভার বেনিফিট (সাম অ্যাসিওর্ড) অফার করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই স্কিম এলআইসির এগারোটি গ্রুপ পণ্য এবং একটি গ্রুপ অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডারের মধ্যে নয়া সংযোজন। ভারতে চিকিৎসা খরচ দিন-দিন বাড়ছে। এই পরিস্থিতিতে এলআইসি-র এই নয়া স্কিমে অবসরপ্রাপ্তদের অনেকটা সুরাহা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
3/6
পোস্ট রিটায়ারমেন্ট মেডিকেল বেনিফিট স্কিম কী: পোস্ট রিটায়ারমেন্ট মেডিক্যাল বেনিফিট স্কিমে নিয়োগকর্তা তার অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের পত্নী, এবং নির্ভরশীল সন্তানদের কিছু চিকিৎসা সুবিধা প্রদান করে। অর্থাৎ চিকিৎসার ব্যয়ভার মেটায় নিয়োগকর্তা। এবিএসআলআই-এর পিআরএমবিএস প্ল্যানগুলি পিআরএমবিএস স্কিমের অধীনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অর্থ প্রদানের জন্য প্রয়োজনীয় কর্পাস জমা করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।
advertisement
4/6
পিআরএমবিএস ফান্ড কেন: পিআরএমবিএস স্কিম নিশ্চিত করে যে কর্মচারিদের চাকরি থেকে অবসর নেওয়ার পর চিকিৎসা সংক্রান্ত খরচখরচা নিয়ে চিন্তা করতে হবে না। এই জন্যেই পিআরএমবিএস প্ল্যানে বিনিয়োগ করা হয়। এতে নগদ প্রবাহে ব্যাঘাত ঘটে না। কিন্তু অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা খরচ মেটানোর কর্পাস তৈরি হয়ে যায়।
advertisement
5/6
একাধিক পিআরএমবিএস প্ল্যানে বিনিয়োগ করা যায়? হ্যাঁ। পোর্টফোলিওয় বৈচিত্র আনতে এবং কর্মীদের প্রতি দায়বদ্ধতা পূরণের জন্যে মোটা অঙ্কের কর্পাস তৈরি করতে একাধিক পিআরএমবিএস প্ল্যানে বিনিয়োগ করা যায়।
advertisement
6/6
পিআরএমবিএস প্ল্যানে ন্যূনতম কত টাকা বিনিয়োগ করতে হয়: এটা নির্ভর করে কোন প্ল্যান নেওয়া হচ্ছে তার উপর। সাধারণত এবিএসআলআই-এর পিআরএমবিএস প্ল্যানগুলিতে বছরে ন্যূনতম ৫ হাজার টাকা জমা করতে হয়। সর্বোচ্চ অবদানের কোনও উর্ধ্বসীমা নেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই বিশেষ বেনিফিট স্কিম করিয়েছেন ? তাহলে আর চিন্তা নেই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল