স্বামী-স্ত্রী, পিতা-পুত্রের মধ্যে নগদ লেনদেনের নিয়ম কী? কখন আয়কর বিভাগ নোটিস পাঠাতে পারে?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
নগদ লেনদেনের উপর কি ট্যাক্স দিতে হয়? ইনকাম ট্যাক্স নোটিস পাঠাতে পারে? স্বামী-স্ত্রী বা পিতা-পুত্রের মধ্যে কত নগদ লেনদেন নিরাপদ?
advertisement
1/7

ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে। প্রতি মাসে তাকে টাকা পাঠান বাবা। কিংবা বিদেশে কর্মরত স্বামী সংসার খরচের জন্য প্রতি মাসে স্ত্রীকে টাকা পাঠান। এমন তো হামেশাই হয়। কিন্তু প্রশ্ন হল, ঘনঘন এমন লেনদেন হলে আয়কর বিভাগ কি নোটিস পাঠাতে পারে?
advertisement
2/7
গ্রাহকের প্রতিটা লেনদেনের উপর নজর রাখে আয়কর বিভাগ। সে স্বামী-স্ত্রীর মধ্যে লেনদেন হোক কিংবা পিতা-পুত্রের। নগদ লেনদেনের উপর কি ট্যাক্স দিতে হয়? ইনকাম ট্যাক্স নোটিস পাঠাতে পারে? স্বামী-স্ত্রী বা পিতা-পুত্রের মধ্যে কত নগদ লেনদেন নিরাপদ? মনে এইসব প্রশ্ন জাগলে তার উত্তর রইল এখানে।
advertisement
3/7
আয়কর বিভাগ কি নোটিস পাঠাবে: কর বিশেষজ্ঞদের মতে, স্বামী যদি সংসার খরচ বাবদ প্রতি মাসে টাকা পাঠায় বা উপহার হিসেবে টাকা দেয় তাহলে আয়কর দিতে হবে না। এক্ষেত্রে স্ত্রীর কোনও দায় নেই।
advertisement
4/7
দুই ক্ষেত্রেই পাঠানো টাকা স্বামীর আয় হিসেবে বিবেচিত হবে। আয়কর বিভাগ থেকে স্ত্রীকে এর জন্য কোনও নোটিস পাঠানো হবে না।
advertisement
5/7
কিন্তু স্ত্রী যদি সেই টাকা কোথাও বিনিয়োগ করেন এবং তা থেকে লাভ পান, তাহলে আয়ের উপর কর দিতে হবে। অন্যভাবে বললে, বিনিয়োগ থেকে আয় ইয়ার-টু-ইয়ার ভিত্তিতে গণনা করা হয়। এবং সেটা স্ত্রীর আয় হিসেবেই ধরা হবে। কারণ তিনি বিনিয়োগ করেছেন। ফলে বিনিয়োগ থেকে আয়ের উপর কর দিতে হবে।
advertisement
6/7
কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে: আয়করের ধারা ২৯৬এসএস এবং ২৯৬টি-এর অধীনে, ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই শিথিলতা রয়েছে। যেমন পিতা-পুত্র, স্বামী-স্ত্রী এবং কিছু নিকটাত্মীয়ের মধ্যে লেনদেনের ক্ষেত্রে কোনও জরিমানা নেই।
advertisement
7/7
এসব ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। সহজ কথায়, স্ত্রী আয়কর বিভাগ থেকে এই পরিমাণের জন্য কোনও নোটিশ পাবেন না। কিন্তু, যদি স্ত্রী বারবার এই টাকা কোথাও বিনিয়োগ করেন এবং তা থেকে মুনাফা পান, তাহলে তাঁকে আয়ের উপর কর দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
স্বামী-স্ত্রী, পিতা-পুত্রের মধ্যে নগদ লেনদেনের নিয়ম কী? কখন আয়কর বিভাগ নোটিস পাঠাতে পারে?