TRENDING:

সেভিংস, FD-র সুদে প্রবীণ নাগরিকরা মোটা করছাড় পেতে পারেন, কীভাবে জানুন

Last Updated:
২০১৮-র বাজেটে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সুযোগসুবিধা চালু হয়। যার মধ্যে ধারা ৮০টিটিবি অন্যতম।
advertisement
1/7
সেভিংস, FD-র সুদে প্রবীণ নাগরিকরা মোটা করছাড় পেতে পারেন, কীভাবে জানুন
আয়কর আইনের ধারা ৮০টিটিবি-র আওতায় প্রবীণ নাগরিকরা আমানত থেকে সুদের আয়ে বেশ কিছু কর সুবিধা পান। ২০১৮-র বাজেটে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সুযোগসুবিধা চালু হয়। যার মধ্যে ধারা ৮০টিটিবি অন্যতম।
advertisement
2/7
মুম্বইয়ের কর এবং বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈনের মতে, ধারা ৮০টিটিবি-র আওতায় ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা পোস্ট অফিস, ব্যাঙ্ক বা সমবায় সমিতিতে এক বছরে আমানতের উপর অর্জিত সুদে ৫০ হাজার টাকা ছাড় দাবি করতে পারেন। এই ছাড় সেভিংস এবং ফিক্সড ডিপোজিটে অর্জিত সুদের উপরেও প্রযোজ্য।
advertisement
3/7
বলবন্ত জৈন আরও জানান, যে কোনও ধরনের সেভিংস স্কিমে এই ডিডাকশন পাওয়া যেতে পারে। সেটা সেভিংস ব্যাঙ্ক ইন্টারেস্ট হতে পারে কিংবা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট। শুধু তাই নয়, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও এই ডিডাকশন দাবি করা যায়।
advertisement
4/7
ধারা ৮০টিটিএ এবং ধারা ৮০টিটিবি-র পার্থক্য: ধারা ৮০টিটিএ এবং ধারা ৮০টিটিবি উভয়েই সুদের আয়ে ছাড় দেয়। যদিও কিছু পার্থক্য রয়েছে। ধারা ৮০টিটিএ-র আওতায় ৬০ বছরের কম বয়সী ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার শুধুমাত্র ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিডাকশন পেতে পারেন। তবে এই ধারায় প্রবীণ নাগরিকরা কোনও সুবিধা পান না।
advertisement
5/7
কীভাবে ছাড় মেলে: ধরা যাক একজন প্রবীণ নাগরিক সেভিংস থেকে ৫০০০ টাকা সুদ, ফিক্সড ডিপোজিট থেকে ২ লাখ টাকা এবং অন্যান্য ক্ষেত্র থেকে ১,৫০,০০০ টাকা সুদ পেলেন। তাহলে মোট সুদ হল ৩,৫৫,০০০ টাকা। এখন ৮০টিটিবি-র আওতায় ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ তাঁর করযোগ্য আয়ের পরিমাণ হল ৩,০৫,০০০ টাকা।
advertisement
6/7
৬টি মূল বিষয় যা মনে রাখা দরকার এক্ষেত্রে:সিনিয়র সিটিজেন মানে যাঁর বয়স ৬০ বছর বা তার বেশি। ব্যাঙ্ক ডিপোজিটের উপর সুদ (সেভিংস বা ফিক্সড)। পোস্ট অফিস ডিপোজিটের উপর সুদ। প্রবীণ নাগরিকদের ৫০ হাজার টাকা পর্যন্ত আমানতের সুদের উপর ব্যাঙ্ক টিডিএস কাটে না।
advertisement
7/7
প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি অর্জিত সুদে কর দিতে হবে।কোম্পানির ফিক্সড ডিপোজিট, বন্ড বা এনসিডি থেকে অর্জিত সুদে ধারা ৮০টিটিবি-র আওতায় কোনও ছাড় পাওয়া যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সেভিংস, FD-র সুদে প্রবীণ নাগরিকরা মোটা করছাড় পেতে পারেন, কীভাবে জানুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল