গলা পর্যন্ত দেনা! এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক পরিষেবা বন্ধ করল জেট এয়ারওয়েজ
Last Updated:
advertisement
1/7

• ফের কোপ পড়ল জেট এয়ারওয়েজের আন্তর্জাতিক রুটে ৷ এপ্রিল মাস পর্যন্ত বন্ধ করে দেওয়া হল জেট এয়ারওয়েজের ১৩টি আন্তর্জাতিক রুটের পরিষেবা ৷
advertisement
2/7
• এখানেই শেষ নয়, দেশের মধ্যেও অন্তত ৭টি রুটে বিমানের সংখ্যা কমিয়ে দিয়েছে জেট ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দিল্লি ও মুম্বইয়ের পরিষেবা ৷ ফলে বাতিল হওয়া বিমানের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৫৪এ ৷
advertisement
3/7
• ঋণের ভারে এখন জর্জরিত জেট এয়ারওয়েজ ৷ কিছু দিন অন্তর অন্তরই বসে যাচ্ছে সংস্থার একাধিক বিমান ৷ বিমানের ভাড়া মেটাতে হিমশিম খাচ্ছে নরেশ গয়ালের এই ‘ফুল সার্ভিস’ এয়ারলাইন্স ৷
advertisement
4/7
• শুক্রবার সন্ধেবেলা স্টক এক্সচেঞ্জকে সংস্থার তরফে জানানো হয়েছে, জেট লাইটের দুটি বিমানসহ অতিরিক্ত ৭টি বিমান বসিয়ে দেওয়া হয়েছে। বকেয়া টাকা না মেটানোর জন্যেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
advertisement
5/7
• এই আর্থিক সংকটের আগে প্রতিদিন জেট এয়ারওয়েজের ৬০০টি বিমান বিভিন্ন রুটে চলত। বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১১৯টিতে। বর্তমানে দিল্লি থেকে আবু ধাবি, দামাম, ঢাকা, হংকং এবং রিয়াদে কোনও বিমান যাওয়া আসা করছে না। ৩০ এপ্রিল পর্যন্ত এমন অবস্থাই চলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
advertisement
6/7
• মোট ১১৯টি বিমানের মধ্যে ৪১টি এই মুহূর্তে দেশে চলছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ডিজিসিএ। তাতে বলা হয়, ‘পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। আগামী দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পরিস্থিতি বুঝে এ মাসের শেষে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’
advertisement
7/7
• এই মুহূর্তে বাজারে সাড়ে ৮ হাজার কোটি টাকার দেনা জেট এয়ারওেজের। এত সংখ্যক বিমান বসে যাওয়ায় কর্মহীন হয়ে পড়তে পারেন জেট এয়ারওয়েজের একাধিক কর্মী বলে মনে করা হচ্ছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গলা পর্যন্ত দেনা! এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক পরিষেবা বন্ধ করল জেট এয়ারওয়েজ