TRENDING:

IT Raid: শুধু টাকা নয়, উদ্ধার সোনার পাহাড়! পরিচারকও কোটিপতি! আয়কর অভিযানে মাথায় হাত আধিকারিকদের

Last Updated:
IT Raid: ফের গুপ্তধনের খোঁজে আয়কর হানা, মিলল টাকা এবং সোনার পাহাড়। এবার ঘটনাটি ঘটেছে কানপুরে। আয়কর বিভাগ একটি পানের মশলার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়।
advertisement
1/5
শুধু টাকা নয়, উদ্ধার সোনার পাহাড়! পরিচারকও কোটিপতি! আয়কর অভিযানে মাথায় হাত আধিকারিকদের
ফের গুপ্তধনের খোঁজে আয়কর হানা, মিলল টাকা এবং সোনার পাহাড়। এবার ঘটনাটি ঘটেছে কানপুরে। আয়কর বিভাগ একটি পানের মশলার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। অভিযুক্ত ব্যবসায়ী পানের মশলার ব্যবসার পাশাপাশি সুগন্ধির ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার আয়কর হেরফের করেছে।
advertisement
2/5
বুধবার থেকে আয়কর বিভাগের টিম অভিযুক্তের কোম্পানির ফ্যাক্টরিগুলির পাশাপাশি মালিকের বাড়িতেও রেইড করে। অভিযানে ব্যবসায়ীর বাড়ি থেকে কিলো কিলো সোনা উদ্ধার করে আয়কর বিভাগের টিম। সেই সঙ্গে এত বেশি নগদ উদ্ধার করা হয়েছে যে গুনতে মেশিন আনা হয়।
advertisement
3/5
অভিযুক্ত ব্যবসায়ীর পরিচারকও নাকি কোটি টাকার মালিক। পানের মশলা ব্যবসায়ীর বাড়িতে রেইড করার পর আধিকারিকরা অবাক হয়ে যান। ৪০ কোটি টাকার গহনা ছাড়াও প্রায় ১৫ কোটি টাকার ক্যাশও উদ্ধার করা হয়েছে।
advertisement
4/5
ব্যবসায়ীর পরিচারক বহু বছর ধরে ব্যবসায়ীর বাড়িতে কাজ করছে। তাঁর নামে দিল্লি, গাজিয়াবাদ, মুম্বাই, নোয়াডা ইত্যাদিতে সম্পত্তি কেনা হয়েছে। এছাড়াও ৭০ কোটি টাকার কর জালিয়াতির প্রমাণও পাওয়া গিয়েছে।
advertisement
5/5
আয়কর অভিযানে জানা গিয়েছে ব্যবসায়ী ১০০-র বেশি ভুয়া কোম্পানি খুলে রেখেছিলেন। এর মাধ্যমে তিনি ৭০ কোটি টাকার বেশি আয়কর দুর্নীতি করেন। আয়কর বিভাগের দলটি ব্যবসায়ীর কানপুর ছাড়াও কন্নৌজে অবস্থিত ফ্যাক্টরিগুলিতেও রেইড করে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
IT Raid: শুধু টাকা নয়, উদ্ধার সোনার পাহাড়! পরিচারকও কোটিপতি! আয়কর অভিযানে মাথায় হাত আধিকারিকদের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল