কড়া হচ্ছে কেন্দ্র! কত টাকার সোনা কিনলে লাগবে আধার অথবা প্যান সংক্রান্ত তথ্য? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
জুয়েলারি সেক্টরের এই নিয়মের আওতায় নির্ধারিত সীমার উর্ধ্বে কেনাকাটার উপর কেওয়াইসি-র জন্য প্রয়োজন হবে প্যান অথবা আধার কার্ডের।
advertisement
1/11

নগদ টাকা দিয়ে সোনা কেনার ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। ২০০২ সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় জেমস এবং জুয়েলারি সেক্টরে আরও কঠোর নিয়ম আনা হচ্ছে।
advertisement
2/11
জুয়েলারি সেক্টরের এই নিয়মের আওতায় নির্ধারিত সীমার উর্ধ্বে কেনাকাটার উপর কেওয়াইসি-র জন্য প্রয়োজন হবে প্যান অথবা আধার কার্ডের। সম্প্রতি ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।
advertisement
3/11
যার ফলে রীতিমতো নগদ দিয়ে সোনা কেনার হিড়িক পড়ে গিয়েছে। আসলে ২০০০ টাকার নোট ব্যবহার করেই গ্রাহকরা সোনা কিনছেন। এই পরিস্থিতিতে পরিচয়ের প্রমাণপত্র বা প্যান কার্ড ছাড়া সোনা কেনার নিয়মগুলি বোঝা গুরুত্বপূর্ণ। সেই বিষয়েই আজ বিশদে কথা বলে নেওয়া যাক।
advertisement
4/11
আয়কর নীতির আওতায় নগদ লেনদেনের সীমা:
advertisement
5/11
আয়কর আইনের আওতায় নগদ লেনদেনের উপর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ১৯৬১ সালের ২৬৯এসটি ধারার আওতায় এক দিনে কোনও এক জন ব্যক্তি অথবা কোনও একটি নির্দিষ্ট অনুষ্ঠানের ক্ষেত্রে ২ লক্ষ টাকার উর্ধ্বে যে কোনও নগদ লেনদেনের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
advertisement
6/11
এর ফলে যেসব গ্রাহক এক দিনে ২ লক্ষ টাকার উর্ধ্বে নগদ টাকা দিয়ে সোনা কিনবেন, তাঁরা আয়কর আইন লঙ্ঘন করবেন। আয়কর আইনের ২৭১ডি ধারার আওতায় এই ধরনের লেনদেনের ক্ষেত্রে নগদ প্রাপকরা নগদে লেনদেন করা পরিমাণের সমান পরিমাণ জরিমানা গুনতে বাধ্য থাকবেন।
advertisement
7/11
কত টাকার সোনার গয়না কেনার ক্ষেত্রে প্যান অথবা আধার কার্ডের প্রয়োজন হবে?
advertisement
8/11
করঞ্জাওয়ালা অ্যান্ড কো-র পার্টনার মেঘনা মিশ্র সংবাদমাধ্যমের কাছে জানালেন, ২০০২ সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের নিয়ম অনুযায়ী, গ্রাহকরা যদি কেওয়াইসি পূরণ করেন, তাহলে তাঁরা প্রচুর পরিমাণে নগদ লেনদেন করতে পারবেন।
advertisement
9/11
যদি এক জন গ্রাহক ২ লক্ষ টাকা অথবা তার বেশি পরিমাণ সোনার গহনা কিনতে চান, তাহলে তাঁকে নিজের প্যান অথবা আধার তথ্য প্রদান করতে হবে।
advertisement
10/11
এমনকী পেমেন্ট যদি নগদে করার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতেও করা হয়, সেক্ষেত্রেও মানতে হবে এই নিয়ম। আসলে আয়কর আইনের ২৬৯এসটি ধারা ২ লক্ষ টাকার উর্ধ্বে নগদ লেনদেনের অনুমতি দেয় না।
advertisement
11/11
তবে ২ লক্ষ টাকার নিচে নগদ অথবা ইলেকট্রনিক উপায়ে অর্থ লেনদেনের ক্ষেত্রে কেওয়াইসি-র প্রয়োজন হবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কড়া হচ্ছে কেন্দ্র! কত টাকার সোনা কিনলে লাগবে আধার অথবা প্যান সংক্রান্ত তথ্য? জেনে নিন