TRENDING:

সন্তানের উচ্চশিক্ষার জন্য দশ বছরে ৫০ লক্ষ টাকা সঞ্চয় করতে চান? দেখে নিন কী করতে হবে

Last Updated:
সন্তানের যেটা সবচেয়ে প্রয়োজন, সেটা হল শিক্ষা। বড় স্কুল, কলেজে পড়ানো এবং উচ্চশিক্ষার জন্য টাকার প্রয়োজন। তাই বিনিয়োগ অপরিহার্য।
advertisement
1/7
দশ বছরে ৫০ লক্ষ টাকা সঞ্চয় করতে চান? দেখে নিন কী করতে হবে
সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে চাহিদাগুলোও বদলে যেতে থাকে। নিজেই নিজের লক্ষ্য ঠিক করে নেয়। দরকার শুধু পাশে থাকা। সন্তানের যেটা সবচেয়ে প্রয়োজন, সেটা হল শিক্ষা। বড় স্কুল, কলেজে পড়ানো এবং উচ্চশিক্ষার জন্য টাকার প্রয়োজন। তাই বিনিয়োগ অপরিহার্য।
advertisement
2/7
প্রথম দিকে সন্তানের স্বপ্ন পূরণের খরচ যথেষ্ট মনে হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। তাই দীর্ঘমেয়াদে সন্তানের চাহিদা পূরণ করতে পারে, এমন আর্থিক পরিকল্পনা থাকা গুরুত্বপূর্ণ। ইক্যুইটি বিনিয়োগের শক্তিকে কাজে লাগাতে পারলে এই লক্ষ্য অর্জন সহজ হয়ে যায়।
advertisement
3/7
মুদ্রাস্ফীতিকে বশে রাখতে পারে, এমন রিটার্ন জেনারেট করার জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ড-সহ ইক্যুইটিতে বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন আর্থিক বিশেষজ্ঞরা। এটা সন্তানের ভবিষ্যতের জন্য শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধরা যাক, কেউ সন্তানের শিক্ষার জন্য আগামী ১৫ বছরে ৫০ লক্ষ টাকা সঞ্চয় করতে চান।
advertisement
4/7
ইক্যুইটিতে ১২ শতাংশ রিটার্ন ধরলে তাঁকে প্রতি মাসে ১০,৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। কেউ যদি বিনিয়োগ শুরু করতে দেরি করেন আর হাতে মাত্র ১০ বছর সময় থাকে, তাহলে তাঁকে প্রতি মাসে প্রায় ২২,৫০০ টাকা বিনিয়োগ করতে হবে।
advertisement
5/7
ভাল খবর হল, এখন সন্তানের জন্য মিচুয়াল ফান্ড শুরু করা সহজ। এই প্রসঙ্গে ১২ মে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয় যে, পিতামাতা বা আইনি অভিভাবক তাঁর অ্যাকাউন্ট থেকেই সন্তানের নামে বিনিয়োগ করতে পারবেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য সন্তানের নামে পৃথক অ্যাকাউন্ট খোলার আর প্রয়োজন নেই।
advertisement
6/7
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে আর্থিক লক্ষ্যে অবিচল থাকা যায়। রিটার্নও ভাল মেলে। তবে হ্যাঁ, অভিভাবকের অ্যাকাউন্ট থেকে বিনিয়োগ করা গেলেও ম্যাচিউরিটি বা মেয়াদপূর্তির সময় রিটার্ন নাবালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা হবে। তাই মিউচুয়াল ফান্ড শুরু করার সময় সন্তানের নামে অ্যাকাউন্টের প্রয়োজন না হলেও ফান্ড তোলার সময় প্রয়োজন হয়।
advertisement
7/7
মূল্যস্ফীতির কারণে শিক্ষার খরচ ভবিষ্যতে আরও বাড়বে। ইক্যুইটিতে চমৎকার রিটার্ন পাওয়া যায়। ফলে বাড়তি খরচ সামলাতে অসুবিধা হয় না। পরিসংখ্যান বলছে, অন্যান্য সম্পদে বিনিয়োগের তুলনায় ইক্যুইটির রিটার্ন বেশি। দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার জন্য তাই এর জুড়ি নেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সন্তানের উচ্চশিক্ষার জন্য দশ বছরে ৫০ লক্ষ টাকা সঞ্চয় করতে চান? দেখে নিন কী করতে হবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল