LIC-র বিশেষ প্ল্যান: মাত্র ১৫০ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৯ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ভারতীয় জীবন বিমা নিগমের এরকম একটি স্কিম রয়েছে, যা বাচ্চাদের দরকারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷
advertisement
1/4

দেশের সবচেয়ে বেশি ভরসা যোগ্য বিমা সংস্থা LIC গ্রাহকদের একাধিক সুবিধা দিয়ে থাকে ৷ মূল্যবৃদ্ধির এই বাজারে সাধারণত সকলেই চেষ্টা করেন যে তাদের আয় করা টাকার কিছু অংশ পলিসি-তে ইনভেস্ট করে সেভিংস করার ৷ সকলেরই স্বপ্ন থাকে তাদের সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করা ৷ ভারতীয় জীবন বিমা নিগমের এরকম একটি স্কিম রয়েছে, যা বাচ্চাদের দরকারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ প্ল্যানটির নাম ‘নিউ চিলড্রেন্স মনি ব্যাক প্ল্যান’ ৷
advertisement
2/4
পলিসির গুরুত্বপূর্ণ তথ্য: ১) এই বিমা করার ন্যূনতম বয়স হল ০ বছর ২) বিমা করার অধিকতম বয়স ১২ বছর ৷ ৩) ন্যূনতম ১,০০,০০০ টাকার বিমা করাতে হবে৷ ৪) অধিকতম যে কোনও অঙ্কের টাকা দিয়ে বিমা করাতে পারবেন ৷ এর কোমও সীমা নেই ৷
advertisement
3/4
পলিসি হোল্ডার ১৮, ২০ ও ২২ বছর বয়স পূর্ণ হওয়ার পর Sum Assured এর ২০ শতাংশ টাকা পেয়ে যাবেন ৷
advertisement
4/4
পলিসি ম্যাচিউর হওয়ার পর (পলিসি হোল্ডারের মধ্যে মৃত্যু না হলে) পলিসি হোল্ডার বিমার ৪০ শতাংশ বাকি টাকা বোনাসের সঙ্গে পেয়ে যাবেন ৷ পলিসি ম্যাচিউর হওয়ার আগে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে বিমার টাকার পাশাপাশি Vested Simple Reversionary Bonus ও অন্তিম অতিরিক্ত বোনাস দেওয়া হবে ৷ ডেথ বেনিফিট মোট প্রিমিয়াম পেমেন্টের ১০৫ শতাংশের থেকে কম হবে না ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC-র বিশেষ প্ল্যান: মাত্র ১৫০ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৯ লক্ষ টাকা