New Rules Change: ১ ডিসেম্বর থেকে বদলাতে চলেছে এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি !
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
New Rules Changing: আসলে নিয়ম এবং ইউজার সিকিউরিটি উন্নত করার লক্ষ্যেই এই আপডেটগুলি আনা হতে চলেছে। আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, সেটাই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
1/5

হাতে আর একদমই সময় নেই। আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ অর্থাৎ রবিবার থেকে দেশের একাধিক ক্ষেত্রে নিয়ন্ত্রক পরিবর্তন আসতে চলেছে। যার প্রভাব পড়বে বিভিন্ন সেক্টরের উপর। আর এই পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল - ভুয়ো ওটিপি সংক্রান্ত সমস্যা হ্রাস করার জন্য আনা কিছু ব্যবস্থা। এর পাশাপাশি মলদ্বীপ পর্যটনের নীতিতে পরিবর্তন তো রয়েছেই। এছাড়া কয়েকটি ব্যাঙ্ক তো নিজেদের ক্রেডিট কার্ডের নিয়মেও ওই দিন থেকে বদল আনবে। আসলে নিয়ম এবং ইউজার সিকিউরিটি উন্নত করার লক্ষ্যেই এই আপডেটগুলি আনা হতে চলেছে। আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, সেটাই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/5
TRAI-এর নতুন নিয়ম:আসলে ভুয়ো ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি-র বাড়বাড়ন্ত কমানোর জন্যই এই পদক্ষেপ। আসলে ব্যাবহারকারীদের ফোনে ভুয়ো ওটিপি পাঠিয়ে তাঁদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে চায় স্ক্যামাররা। আসলে ভুয়ো ওটিপি-র মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের নিয়ন্ত্রণ চলে আসে স্ক্যামার বা প্রতারকদের হাতে। যার জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। টেলিকম কোম্পানিগুলিকে মেসেজ ট্রেসেবিলিটি প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে টেলিকম অথরিটি রেগুলেটরি অফ ইন্ডিয়া (TRAI)। এই নির্দেশিকা মেনে চলার সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আর সেই সময়সীমা হল ৩০ নভেম্বর ২০২৪ তারিখ। অর্থাৎ এই দিনের মধ্যেই নির্দেশিকা পূরণ করতে হবে। এর জন্য টেলিকম কোম্পানিগুলিকে সমস্ত মেসেজ ট্রেস করার ব্যবস্থা করতে হবে। এর প্রাথমিক ডেডলাইন ছিল ৩১ অক্টোবর ২০২৪ তারিখ। কিন্তু সার্ভিস অপারেটরদের দাবিতে এই সময়সীমা বাড়িতে ৩০ নভেম্বর করেছে TRAI। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এর জেরে ওটিপি পেতে দেরি হবে গ্রাহকদের। কিন্তু এক্স প্ল্যাটফর্মের একটি পোস্টে এই বিষয়টাকে ‘ফ্যাকচুয়ালি ইনকারেক্ট’ বলে নস্যাৎ করে দিয়েছিল TRAI।
advertisement
3/5
ডিপারচার ফি বা প্রস্থান কর বাড়াচ্ছে মলদ্বীপ:গোটা বিশ্বে সবথেকে জনপ্রিয় পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম হল মলদ্বীপ। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছিল দ্বীপপুঞ্জের এই দেশ। বরাবরই এই দেশে ভ্রমণ বেশ খরচবহুল ছিল। তবে এবার আরও দামি হতে চলেছে মলদ্বীপ ভ্রমণ। সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে, মূলত দেশের বাইরে যাওয়ার জন্য যাত্রীরা কোন ক্লাসের পরিষেবা ব্যবহার করছেন, তার উপর ভিত্তি করে যাত্রী প্রতি প্রস্থান কর বা ডিপারচার ট্যাক্স বিভক্ত করা হয়ে থাকে। নতুন পরিবর্তন অর্থাৎ প্রস্থান কর বৃদ্ধির জেরে ইকোনমি ক্লাসের যাত্রীদের এখন থেকে দিতে হবে ৫০ ডলার অর্থাৎ ৪২২০ টাকা। যা আগে ছিল ৩০ ডলার বা ২৫৩২ টাকা। আবার বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে এই ডিপারচার ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ আগে যেটা ৬০ ডলার বা ৫০৬৪ টাকা ছিল, এখন সেটা হয়ে গিয়েছে ১২০ ডলার বা ১০১২৯ টাকা। ফার্স্ট-ক্লাসে ট্রাভেল এক্সিট ফি ৯০ ডলার বা ৭৫৯৭ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৪০ ডলার ২০২৫৭ টাকা। আবার প্রাইভেট জেটের যাত্রীদের জনপ্রতি এখন থেকে দিতে হবে ৪৮০ ডলার বা ৪০৫১৫ টাকা। আগে এই করের পরিমাণ ছিল ১২০ ডলার বা ১০১২৯ টাকা। মলদ্বীপের বাসিন্দা নন, এমন ভ্রমণার্থীদের বয়স আর পাসপোর্ট নির্বিশেষে এই ফি দিতে হবে। তবে এর আওতায় উড়ানের মেয়াদ অথবা দৈর্ঘ্য আসবে না। যার অর্থ হল, দিল্লি থেকে মলদ্বীপ গেলে যা ফি দিতে হবে, লন্ডন থেকে গেলেও সেই একই পরিমাণ ফি দিতে হবে।
advertisement
4/5
গ্যাস সিলিন্ডারের দাম:প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। গত অক্টোবর মাসে গ্যাস কোম্পানিগুলি ১৯ কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বৃদ্ধি করেছিল গ্যাস কোম্পানিগুলি। যদিও ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি। তাই আশা করা হচ্ছে যে, ডিসেম্বর মাসের প্রথমেই এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করতে পারে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি।
advertisement
5/5
ক্রেডিট কার্ডের পরিবর্তন:আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে রিওয়ার্ডস পয়েন্টের নম্বর সীমাবদ্ধ করবে। যা ফ্লাইট এবং হোটেলের জন্য রিডিম করা যাবে। শুধু তা-ই নয়, Regalia credit card ব্যবহারকারীদের জন্য লাউঞ্জ অ্যাক্সেস নীতিতে পরিবর্তন আনছে HDFC Bank। এই নতুন নিয়মের আওতায় প্রতি ত্রৈমাসিকে ব্যবহারকারীদের ১ লক্ষ টাকা খরচ করতে হবে। যাতে তাঁরা আগামী ১ ডিসেম্বর থেকে লাউঞ্জ অ্যাক্সেসের জন্য এলিজিবল হন। একই ভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্কও তাদের রিওয়ার্ড পয়েন্ট রুল সংশোধন করেছে। সেই সঙ্গে একাধিক ব্যবহারকারীর জন্য ক্রেডিট কার্ডের ফি-এর ক্ষেত্রেও বদল আনা হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Rules Change: ১ ডিসেম্বর থেকে বদলাতে চলেছে এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি !