Ilish: পুজোর মুখেই বিরাট খবর! বড়, চওড়া পেটির লোভনীয় ইলিশ ঢুকল বাজারে, দামেও ব্যাপক সস্তা! কত কেজির মাছের কেমন দাম? জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ilish: পুজোর আগেই সুখবর! বাজারে কমছে ইলিশের দাম। নিম্নচাপের সতর্কতা উঠে গেলেই মৎস্যজীবীদের জালে আরও বেশি ইলিশ ধরা পড়বে। ফলে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6

পুজোর মুখেই মিলল সুসংবাদ। বাজারে এবার সস্তা হচ্ছে ইলিশ। গত দু'তিন আগেও ইলিশ পড়েছিল মৎস্যজীবীদের জালে। বর্তমানে আবার নিম্নচাপের সতর্কতা জারি করায় ফিরে এসেছে মৎস্যজীবীরা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
তবে এবার নিম্নচাপের সতর্কতা উঠলেই মৎস্যজীবীরা বিপুল পরিমাণে মাছ পাবেন। কারণ সমুদ্র ছাড়াও সংলগ্ন নদী খাঁড়িতেও ইলিশ মাছের ঝাঁক এসেছে। ফলে খুশির জোয়ার বইছে সকলের মনে।
advertisement
3/6
১ কেজির ইলিশের দাম যেখানে ২০০০ টাকার কাছাকাছি ছিল। সেই ইলিশের দাম আবার কমতে শুরু করেছে, বর্তমানে ১৬০০ টাকা কেজি দরে মিলছে ১ কেজির উপরে ইলিশ।
advertisement
4/6
আবহাওয়া দফতর সূত্রে খবর এবছর রেকর্ড বৃষ্টি হয়েছে। পুরোদমে চলছে বর্ষা। আর সেই বর্ষায় মৎস্যজীবীরা আবহাওয়া খারাপের জন্য অধিকাংশ সময়ে মাছ ধরতে যেতে পারছেন না।
advertisement
5/6
৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম নেমেছে ১০০০ টাকা প্রতি কিলোতে। ফলে এর পরের ট্রিপে মাছ উঠলে আরও দাম কমবে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার।
advertisement
6/6
তবে মৎস্যজীবীরা বলছেন বিগত কয়েকদিনে আগের থেকে ইলিশ ধরা পড়েছে অনেকটাই কম। তবে মাছ ছোট নদী গুলিতেও চলে এসেছে। ফলে আবহাওয়া ভাল হলে আবার মাছ পড়বে বলে আশাবাদী সকলেই। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ilish: পুজোর মুখেই বিরাট খবর! বড়, চওড়া পেটির লোভনীয় ইলিশ ঢুকল বাজারে, দামেও ব্যাপক সস্তা! কত কেজির মাছের কেমন দাম? জানুন