NSC-তে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে চান? পাঁচ বছর পর কত রিটার্ন পাবেন দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
পিপিএফ বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের মতো এনএসসি-তেও নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।
advertisement
1/8

এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল কেন্দ্রীয় সরকার সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। ফলে সম্পূর্ণ নিরাপদ। যে কোনও পোস্ট অফিসে এনএসসি অ্যাকাউন্ট খোলা যায়।
advertisement
2/8
নিম্ন ও মধ্যবিত্ত বিনিয়োগ কারীদের জন্য এনএসসি আদর্শ। শুধু তাই নয়, এই স্কিমে ১.৫ লক্ষ টাকা করছাড়ও পাওয়া যায়। এনএসসি-র মেয়াদ ৫ বছর। গোটাটাই লক ইন পিরিয়ড।
advertisement
3/8
এনএসসিতে সুদের হার নির্দিষ্ট। ফিক্সড ডিপোজিটের মতো এতেও বিনিয়োগের সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। এনএসসি ক্যালকুলেটরের সাহায্যে এই স্কিমের সম্ভাব্য রিটার্ন অনুমান করা যায়।
advertisement
4/8
পিপিএফ বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের মতো এনএসসি-তেও নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। ন্যূনতম ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে হয়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
advertisement
5/8
পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) স্কিমে, ১ এপ্রিল, ২০২৩ থেকে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সুদ প্রতি বছর চক্রবৃদ্ধি হারে জমা হয়। মেয়াদ শেষে বিনিয়োগ করা টাকার সঙ্গে যোগ হয় সুদের পরিমাণ।
advertisement
6/8
পোস্ট অফিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এনএসসি স্কিমে যদি কেউ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর তিনি পাবেন ১৪,৪৯০ টাকা। এখানে সুদ ৪,৪৯০ টাকা। এনএসসি ক্যালকুলেটর অনুযায়ী, এই স্কিমে ৫ লাখ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছর পর মেয়াদপূর্তিতে ৭,২৪,৫১৭ টাকা হাতে আসবে। সুদ থেকে আয় হবে ২,২৪,৫১৭ টাকা।
advertisement
7/8
যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসে এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারেন। যৌথ অ্যাকাউন্টও খোলা যায়। ১০ বছরের বেশি বয়সী নাবালকের পিতামাতা বা আইনি অভিভাবক সার্টিফিকেট কিনতে পারেন। ৫ বছরের আগে এনএসসির বিনিয়োগ প্রত্যাহার করা যায় না। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বলে রাখা ভালো, কেন্দ্রীয় সরকার প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার সংশোধন করে।
advertisement
8/8
যে কোনও ব্যাঙ্ক বা এনবিএফসি-তে ঋণের জামানত হিসেবে এনএসসি সার্টিফিকেট দেওয়া যায়। এই স্কিমে নমিনিও করা যায়। এনএসসি ইস্যুর তারিখ এবং মেয়াদপূর্তির তারিখের মধ্যে সার্টিফিকেট অন্য ব্যক্তিকে স্থানান্তর করতে পারেন গ্রাহক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
NSC-তে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে চান? পাঁচ বছর পর কত রিটার্ন পাবেন দেখে নিন