TRENDING:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই চার কাজ না করলে পস্তাতে হবে

Last Updated:
সেপ্টেম্বর শেষ হতে আর কয়েকদিন বাকি। এর মধ্যে এই কাজগুলো না করলে আঁচ পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
advertisement
1/8
ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই চার কাজ না করলে পস্তাতে হবে
আমআদমি হোক কিংবা চাকরিজীবী-ব্যবসায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে জীবন অচল। লেনদেনই বন্ধ হয়ে যাবে, ডিজিটাল পেমেন্ট তো দূরের কথা। সেপ্টেম্বর শেষ হতে আর কয়েকদিন বাকি। এর মধ্যে এই কাজগুলো না করলে আঁচ পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
advertisement
2/8
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আধার জমা: পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার নম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রক। ছয় মাস আগে নির্দেশিকা জারি হয়েছিল। তারই সময়সীমা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
advertisement
3/8
এই সব স্কিমে ম্যাচিউরিটির টাকা জমা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাই কেওয়াইসি-র জন্য আধার জমা না দিলে সমস্যা হবে। স্কিমের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাতে পারে। নতুন অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে আধার লিঙ্ক করতে বলা হয়েছে।
advertisement
4/8
এসবিআই উই কেয়ার ফিক্সড ডিপোজিট: প্রবীণ নাগরিকদের জন্য ‘উই কেয়ার’ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্কিমে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর এই স্কিমে বিনিয়োগের শেষ দিন ৩০ সেপ্টেম্বর।
advertisement
5/8
উই কেয়ার ফিক্সদ ডিপোজিটের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তাই বিনিয়োগ করতে চাইলে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই করা উচিত।
advertisement
6/8
আইডিবিআই অমৃত মহোৎসব এফডি স্কিম: স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে ৩৭৫ এবং ৪০০ দিনের অমৃত মহোৎসব এফডি স্কিম চালু করেছে আইডিবিআই ব্যাঙ্ক। এইআরআই এবং এনআরও-রা ৩৭৫ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
7/8
৪৪৪ দিনের এফডি-তে ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। আইডিবিআই ব্যাঙ্কে এই স্কিমে অ্যাকাউন্ট খোলার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। তাই অ্যাকাউন্ট থাকলে এবং এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে এই সময়ের মধ্যে করা উচিত।
advertisement
8/8
২ হাজার টাকার নোট জমা বা বদল: ২ হাজার টাকার নোট জমা বা বদল করার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত নোট জমা দিতে হবে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ মিটিয়ে ফেলাই ভাল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই চার কাজ না করলে পস্তাতে হবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল