হাতে ৩ লাখ টাকা আছে? দেখে নিন Post Office MIS বেশি ভাল হবে না ব্যাঙ্কের Fixed Deposit
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কেউ যদি ৩ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান, কোথায় বেশি রিটার্ন পাওয়া যাবে- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে না ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে?
advertisement
1/10

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, সংক্ষেপে POMIS হল ভারতীয় ডাক বিভাগের একটি বিনিয়োগ প্রকল্প। এটি নির্দিষ্ট মাসিক আয়ের আকারে প্রতি বছর ৬.৬০% হারে বিনিয়োগকারীদের গ্যারান্টিযুক্ত রিটার্নের প্রতিশ্রুতি দেয়। এটি বিনিয়োগকারীদের তিনটি সুবিধা দেয় – মূলধন অক্ষুণ্ণ রাখে, ঋণের উপকরণগুলির চেয়ে ভাল রিটার্ন দেয় এবং একটি নির্দিষ্ট মাসিক আয়ের নিশ্চয়তা দেয়৷
advertisement
2/10
সুদের হারের দিকে নজর দিলে স্বাভাবিক ভাবেই মনে পড়ে যাবে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের কথা। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে গড়ে প্রায় একই সুদ পাওয়া যায়, কোনও কোনও ব্যাঙ্কে বেশি বই কম নয়। এবার কেউ যদি ৩ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান, কোথায় বেশি রিটার্ন পাওয়া যাবে- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে না ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে?
advertisement
3/10
প্রতি বছর ৬.৬০% হারে কেউ যদি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে মাস পিছু সুদের হার দাঁড়ায় ১৬৫০ টাকা। ৫ বছরে মোট সুদের পরিমাণ দাঁড়াবে ৯৯,০০০ টাকা। ৫ বছর পরে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বিনিয়োগকারীকে ফিরিয়ে দেবে ৪ লক্ষ টাকার কাছাকাছি।
advertisement
4/10
এবার যদি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের বর্তমান হারের দিকে চোখ রাখা যায়, তাহলে সুদের হার কী রকম হতে পারে? সাধারণ নাগরিকের হিসেবই এখানে উল্লেখ করা হল। সেই হিসেব মতো দেশের মুখ্য এবং জনপ্রিয় ব্যাঙ্কগুলোয় ৫ বছরে সুদের হার নিম্নরূপ-
advertisement
5/10
HDFC Bank ৭.০০%Axis Bank ৭.০০% ICICI Bank ৬.৯০% SBM Bank ৭.৭৫% Deutsche Bank ৭.৫০% Yes Bank ৭.২৫%
advertisement
6/10
RBL Bank ৭.১০%Canara Bank ৬.৭০% DBS Bank ৬.৫০% IDFC First Bank ৭.০০% IndusInd Bank ৭.২৫% Indian Overseas Bank ৬.৫০%
advertisement
7/10
Punjab National Bank ৬.৫০%Federal Bank ৬.৬০% State Bank of India ৭.৫০% IDBI Bank ৬.২৫% Indian Bank ৬.২৫% Jammu & Kashmir Bank ৬.৫০%
advertisement
8/10
KVB Bank ৬.৫০%Kotak Mahindra Bank ৬.২০% Bank of Baroda ৬.৫০% UCO Bank ৬.১০% Dhanlaxmi Bank ৬.৬০% Punjab & Sind Bank ৬.০০%
advertisement
9/10
South Indian Bank ৬.০০%Tamilnad Mercantile Bank ৬.৫০% Bank of Maharashtra ৬.০০% Central Bank of India ৬.২৫% Nainital Bank ৫.৭৫% Karnataka Bank ৬.৫০% Bandhan Bank ৫.৮৫% HSBC Bank ৬.০০%
advertisement
10/10
সুতরাং, দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের প্রতি বছরের ভিত্তিতে সুদের হার পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের চেয়ে বেশি, সেই বুঝে বিনিয়োগ করলে তবেই ফিক্সড ডিপোজিট লাভদায়ক হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
হাতে ৩ লাখ টাকা আছে? দেখে নিন Post Office MIS বেশি ভাল হবে না ব্যাঙ্কের Fixed Deposit