TRENDING:

আট দিনে রেকর্ড মদ বিক্রি! বড় দিন থেকে নববর্ষে জেলায় কত কোটি টাকার সুরার ব্যবসা হল? আঁতকে উঠবেন

Last Updated:
একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে উৎসবের মরশুম- ফলে মদ খাওয়ার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ে ফেললেন পশ্চিম মেদিনীপুরের সুরাপ্রেমীরা।
advertisement
1/7
আট দিনে রেকর্ড মদ বিক্রি! বড় দিন থেকে নববর্ষে জেলায় কত টাকার সুরা ব্যবসা হল? আঁতকে উঠবেন
মেদিনীপুর, রঞ্জন চন্দ: ঠান্ডা যত পড়ছে, বেড়েছে সুরাপান। সুরাপানে রেকর্ড গড়ল পশ্চিম মেদিনীপুর। একদিকে ঠান্ডায় রেকর্ড গড়ে দিয়েছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর। ঠান্ডার রেকর্ডের সঙ্গেই তাল মিলিয়ে মদ খাওয়ার রেকর্ড! (Representative Image: AI)
advertisement
2/7
বড়দিন (২৫ ডিসেম্বর) থেকে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) পর্যন্ত, ৮ দিনে 'রেকর্ড' টাকার মদ বিক্রি। একদিকে দেশি মদ, অন্য দিকে বিদেশিতেও মন মজিয়েছে সুরাপ্রেমীরা। (Representative Image: AI)
advertisement
3/7
কেবল রাম, হুইস্কি বা ব্র্যান্ডি নয়! ব্যাপক বিক্রি হয়েছে বিয়ারও। ঠান্ডায় কেঁপে কেপেও বদল হয়নি সুরাপানের আসর। (Representative Image: AI)
advertisement
4/7
এমনিতেই, চলতি মরশুমে কনকনে ঠান্ডায় কাঁপছে জঙ্গলমহলের এই জেলা। তাপমাত্রার পারদ নেমেছিল প্রায় ৯ ডিগ্রিতে। একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে উৎসবের মরশুম- ফলে মদ খাওয়ার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ে ফেললেন পশ্চিম মেদিনীপুরের সুরাপ্রেমীরা।জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ৮ দিনে জেলায় শুধু দেশি মদ বিক্রি হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ১৫৫ লিটার। এছাড়া, ২ লক্ষ ৪১ হাজার ৪২০ লিটার বিদেশি মদ বিক্রি হয়েছে।  (Representative Image: AI)
advertisement
5/7
ঠান্ডাকে উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ বিয়ারও খেয়েছেন। এই ৮ দিনে ১ কোটি ১৬ লক্ষ টাকার বিয়ার বিক্রি হয়েছে। জেলাজুড়ে পরিমাণ ৪২ হাজার লিটার।অন্যদিকে, নতুন বছরের প্রথমদিন (১ জানুয়ারি) ৪ কোটি ৭২ লক্ষ টাকার বিদেশি মদ বিক্রি হয়েছে। ওই দিন দেশি মদ বিক্রি হয়েছে ৩১ হাজার লিটার। ২৫ ডিসেম্বর দেশি মদ বিক্রি হয়েছিল ৩৩ হাজার লিটার।  (Representative Image: AI)
advertisement
6/7
জেলা আবগারি দফতরের সুপার সুরজিৎ সরকার বলেন, 'উৎসবের সময়ে এমনিতেই মদ বিক্রির পরিমাণ বাড়ে। ১০-১২ কোটি টাকার নয়, মাত্র উৎসব মরশুমে এই আট দিন মদ বিক্রির অঙ্কটা ৩৬ কোটি টাকা। (Representative Image: AI)
advertisement
7/7
তার মধ্যে অক্টোবর মাস অর্থাৎ পুজোর সময় থেকে মার্চ মাস অর্থাৎ হোলি পর্যন্ত রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়। সেইসঙ্গেই চোলাই মদ বিক্রি নিয়ে লাগাতার অভিযান চালানোর ফলে বৈধ মদ বিক্রি বেড়েছে, সরকারি খাতে রাজস্বের পরিমাণ বাড়ছে। সারা বছর ধরেই নজরদারি চালান হচ্ছে বিভিন্ন জায়গা জুড়ে। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আট দিনে রেকর্ড মদ বিক্রি! বড় দিন থেকে নববর্ষে জেলায় কত কোটি টাকার সুরার ব্যবসা হল? আঁতকে উঠবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল