TRENDING:

পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন, হাতের কাছেই মিলছে 'এত' কিছু

Last Updated:
পুজোর আগে ইউনিক কালেকশনে ভরপুর হাওড়ায়। ঢুঁ মারছেন মহিলারা। আর ঢুঁ মারলেই মন ভরে যাচ্ছে তাদের। হাতের কাছে এত কিছু পেয়ে গলে যাচ্ছে মন।
advertisement
1/5
পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন,হাতের কাছেই মিলছে 'এত' কিছু
পুজো উপলক্ষে হাওড়ায় সরকারি উদ্যোগে সৃষ্টিশ্রী মেলা! পুজোর সাজ অলংকার থেকে বস্ত্র এবং ব্যবহার্য শিল্পীদের হাতে তৈরি আকর্ষণীয় নানা জিনিসের সম্ভার। বড় শপিংমল বা ছোট পাড়ার দোকান যা অন্যত্র মেলা ভার। সেই সমস্ত জিনিস দারুণ আগ্রহের সঙ্গে সংগ্রহ করছে মানুষ।
advertisement
2/5
এই মেলায় রয়েছে হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। শাড়ি, সালোয়ার কুর্তির মতো বিভিন্ন পোশাক রয়েছে হাতে তৈরি গয়না। ঘর সাজানো জিনিস তো রয়েছে। এবার ভীষণ আকর্ষণীয় শান্তিনিকেতনের বুটিক ও ব্লক পেইন্টিং লেদার ব্যাগ। মেলায় আসা ক্রেতাদের দৃষ্টি ভীষণভাবে আকর্ষণ করছে এই স্টল।
advertisement
3/5
বর্তমান সময়ে হাতে তৈরি জিনিস বিশেষ করে মহিলাদের গয়না এবং ঘর সাজানো জিনিস দারুণ চাহিদা রয়েছে। বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ পোশাক শহরের পাশাপাশি গ্রামের মানুষের কাছেও বেশ আকর্ষণের হয়ে উঠেছে। আর এই মেলায় এই সমস্ত জিনিসের বিপুলসম্ভার, ফলে জিনিসের প্রতি ক্রেতাদের আকর্ষণও মন্দ নয়। শুধু আকর্ষণ বললে ভুল হবে, কেননা এই মেলায় এসে হাতের কাছে এত কিছু পেয়ে মন গলে যাচ্ছে মেয়েদের।
advertisement
4/5
হাওড়ার গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যের প্রাক-পুজো মেলা, যে মেলা হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ার কালেক্টরেট বিল্ডিং-এ আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী। হাতেগোনা কয়েকটি স্টল হলেও প্রতিটি স্টলে রয়েছে ইউনিক কালেকশন।
advertisement
5/5
শান্তিনিকেতনের ব্লক ও বুটিক পেইন্টিং লেদার ছোট থেকে বড় বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ডিজাইনের ব্যাগ, যেগুলি ৫০ টাকা থেকে শুরু করে, ২-৩ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে হাতে তৈরি জুয়েলারি ২০-৩০ টাকা থেকে শুরু। বিভিন্ন দামের ঘর সাজানো জিনিসের সঙ্গ কোয়ালিটি পোশাক ন্যায্য দামে বিক্রি হচ্ছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন, হাতের কাছেই মিলছে 'এত' কিছু
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল