TRENDING:

SBI গ্রাহকরা সাবধান! ATM কার্ড থেকে এইভাবে চুরি হয়ে যাচ্ছে তথ্য

Last Updated:
advertisement
1/7
SBI গ্রাহকরা সাবধান! ATM কার্ড থেকে এইভাবে চুরি হয়ে যাচ্ছে তথ্য
এটিএম প্রযুক্তি আসায় অ্যাকাউন্ট থেকে টাকা তোলা এখন অনেক সহজ ৷ কিন্তু সহজ রাস্তাতেই ওঁত পেতে বসে বিপদ ৷ দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গ্রাহকদের জন্য সতর্কতা ৷ একটা ছোট ভুল থেকে ফাঁকা হয়ে যেতে পারে আপনার গোটা অ্যাকাউন্ট ৷ সাবধানতা অবলম্বন না করলে মুহূর্তের মধ্যে চুরি হয়ে যেতে পারে আপনার সমস্ত গচ্ছিত আমানত ৷
advertisement
2/7
এবার থেকে SBI-এর ক্রেডিট ডেবিট কার্ড ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন ৷ কার্ড থেকেই অ্যাকাউন্টের সমস্ত তথ্য চুরি করে নিচ্ছে প্রতারকেরা ৷
advertisement
3/7
ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে শপিং এখন জলভাত ৷ অথচ কেনাকাটার পর কার্ডের মাধ্যমে পেমেন্টের সময়ই সবচেয়ে বেশি প্রতারণার শিকার হন গ্রাহকেরা ৷ কার্ড পাঞ্চ করে পেমেন্টের সময়ই চুরি করে নেওয়া হয় কার্ডের তথ্য ৷ এরপরই তথ্যগুলি ব্যবহার করে কার্ড ক্লোনিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় গ্রাহকের সমস্ত সম্পদ ৷ শুধু শপিং নয়, রেস্তোরাঁর বিল পেমেন্ট কিংবা পেট্রোল পাম্পে তেল কেনার সময় হন বাড়তি সতর্ক ৷ পিওএস যন্ত্রে থাকতে পারে স্কিমার ৷
advertisement
4/7
বিশেষজ্ঞরা জানিয়েছেন যেসব জায়গায় বহু মূল্যের কেনাকাটা হয়ে থাকে এবং কার্ডের মাধ্যমে চলে বিল মেটানো, সেই সব জায়গাকেই টার্গেট করে প্রতারকেরা ৷ কার্ড সোয়াইপ করার সময়েই ম্যাগনেটিক স্ট্রিপ থেকে সমস্ত ডেটা চুরি করে নেয় স্কিমার যন্ত্র ৷ এরপর সেই যন্ত্র ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করে সমস্ত তথ্য সংগ্রহ করে নেয় প্রতারকেরা ৷ সেই তথ্য প্রিন্ট করে হুবহু নয়া ক্রেডিট বা ডেবিট কার্ড বানানো হয় ৷ সেই কার্ড ব্যবহার করে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব টাকা বের করে নিতে পারে প্রতারকেরা ৷
advertisement
5/7
এছাড়াও নেট ফিশিংয়ের মাধ্যমে সাইবার অপরাধীরা ব্যাঙ্কের ইমেল-এর সঙ্গে মিল রেখে একটি জাল ইমেল আইডি বানিয়ে গ্রাহকদের থেকে অ্যাকাউন্টের গোপনীয় তথ্য চেয়ে পাঠান ৷ ফাঁদে পা দিলেই সর্বসান্ত ৷
advertisement
6/7
ব্যাঙ্কের ওয়েবসাইটকে নকল ওয়েবসাইট বানিয়েও চুরি করা হয় গ্রাহকের তথ্য ৷ ব্যাঙ্কের সাইট ভেবে ভুল করে গ্রাহক ওই সাইটটি খুলে নিজের অ্যাকাউন্ট বা পাসবইয়ের তথ্য দিলেই কেল্লা ফতে ৷ মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় প্রতারক ৷
advertisement
7/7
প্রতারণা থেকে বাঁচতে এটিএম থেকে টাকা তোলা বা কার্ড ব্যবহার করে মিল মেটানোর সময় খেয়াল রাখন কার্ড সোয়াপিং মেশিনে স্কিমার লাগানো নেই তো? অনলাইনে পেমেন্টের সময় সাইটটি আসল কিনা খতিয়ে দেখে কার্ডের তথ্য দিন ৷ সময়ে সময়ে বদলান ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI গ্রাহকরা সাবধান! ATM কার্ড থেকে এইভাবে চুরি হয়ে যাচ্ছে তথ্য
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল