TRENDING:

টাকা বাড়বে! Gen z-রা  অভ্যাস গড়ে তুলুন শুরু থেকেই, ৮টি জরুরি আর্থিক পরামর্শ মেনে চললেই ধনী হবেন 

Last Updated:
মিলেনিয়াল ও জেন জেডদের জন্য ৮টি আর্থিক পরামর্শ: খরচ বুঝে সঞ্চয়, এমার্জেন্সি ফান্ড, দ্রুত বিনিয়োগ, লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, সাইড ইনকাম, সচেতন ক্রেডিট কার্ড ব্যবহার ও আর্থিক জ্ঞান।
advertisement
1/9
টাকা বাড়বে! Gen z-রা  অভ্যাস গড়ে তুলুন শুরু থেকেই, ৮টি জরুরি আর্থিক পরামর্শ আপনার জন্য!
মিলেনিয়াল ও Gen z-দের খরচের ধাত বেশি। শুরু থেকেই কিছু অভ্যাস গড়ে তুললে তবেই টাকা জমবে। টাকা বাড়বেও! জেনে নিন ৮ আর্থিক পরামর্শ 
advertisement
2/9
১. প্রথমে বুঝুন, টাকা কোথায় খরচ হচ্ছে অনেকে সঞ্চয় করতে পারেন না শুধু এই জন্য যে, মাসের টাকা ঠিক কোথায় উড়ে যাচ্ছে তা জানা থাকে না। প্রতিদিনের কফি, অনলাইন খাবার, ক্যাব, সাবস্ক্রিপশন— সব মিলিয়ে বড় অঙ্ক দাঁড়ায়। এক মাসের খরচ নোট করলে কোথায় কমানো জরুরি তা পরিষ্কার বোঝা যাবে। 
advertisement
3/9
২. আয়ের কমপক্ষে ২০ শতাংশ সঞ্চয়ে রাখুন মাসে ২০ শতাংশ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে এমার্জেন্সি ফান্ড তৈরি হয় এবং পরে বিনিয়োগ করতেও সুবিধা হয়। খরচের আগে সঞ্চয়— আর্থিক স্থিতি গড়ে তোলার এটাই প্রথম নিয়ম।
advertisement
4/9
৩. এমার্জেন্সি ফান্ড তৈরি করুন চাকরি বদল, ভ্রমণ, ব্যবসা শুরু করা, হঠাৎ স্বাস্থ্য–খরচ— মিলেনিয়াল ও জেন জেডদের জীবনে অনিশ্চয়তা বেশি। অন্তত ছ’ মাসের খরচের সমান টাকা লিকুইড ফর্মে এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখা প্রয়োজন। এতে বিপদের সময়ে ঋণ নেওয়ার দরকার পড়ে না।
advertisement
5/9
৪. যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করুন আপনার বয়সই সবচেয়ে বড় সম্পদ। অল্প অল্প করে বিনিয়োগ শুরু করলেও কম্পাউন্ডিংয়ের জোরে সময়ের সঙ্গে রিটার্ন বেড়ে যায়। বাজার ওঠানামা করবে, কিন্তু দীর্ঘমেয়াদে থাকলে লাভ হবে।
advertisement
6/9
৫. ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করুন বাড়ি কেনা, বিদেশে পড়াশোনা, ব্যবসা— প্রত্যেকের লক্ষ্য আলাদা। লক্ষ্যগুলোকে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভাগে ভাগ করুন। স্বল্পমেয়াদে সঞ্চয়, মধ্যমেয়াদে ব্যালান্সড ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদে উচ্চ–বৃদ্ধির ফান্ড— উদ্দেশ্য পরিষ্কার থাকলে বিনিয়োগ সঠিক পথে এগোয়।
advertisement
7/9
৬. একটি সাইড ইনকাম তৈরি করুন ভিডিও এডিটিং, ডিজাইন, কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ট্রেডিং, ছোট কোর্স তৈরি— ডিজিটাল দক্ষতা এখন অতিরিক্ত আয়ের বড় পথ। সাইড ইনকাম সঞ্চয় বাড়ায়, আর্থিক স্বাধীনতার সম্ভাবনাও বাড়ায়।
advertisement
8/9
৭. ক্রেডিট কার্ড দায়িত্বশীল ভাবে ব্যবহার করুন সময়মতো পুরো বিল পরিশোধ করলে ক্রেডিট স্কোর ভাল হয়, ভবিষ্যতের লোন পেতেও সুবিধা হয়। তবে ‘মিনিমাম পেমেন্ট’–এর ফাঁদে পড়বেন না— সুদের চাপ আপনার বাজেট নষ্ট করে দেবে।
advertisement
9/9
৮. আর্থিক জ্ঞান বাড়ান ইটিএফ, এসআইপি, টার্ম ইনসিউরেন্স— এ ধরনের মৌলিক বিষয় জানা অত্যন্ত জরুরি। আর্থিক জ্ঞান বাড়লে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
টাকা বাড়বে! Gen z-রা  অভ্যাস গড়ে তুলুন শুরু থেকেই, ৮টি জরুরি আর্থিক পরামর্শ মেনে চললেই ধনী হবেন 
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল