Aadhaar card | ration card: কোনও কেন্দ্রে যেতে হবে না ! ঘরে বসেই আধারের সঙ্গে লিঙ্ক করুন রেশন কার্ড !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Aadhaar card | ration card: কোথাও যেতে হবে না! ঘরে বসে নিজেই করে নিন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক! ফলো করুন সহজ স্টেপ
advertisement
1/5

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক। কিন্তু এর জন্য অনেককেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বিভিন্ন সংযোগ কেন্দ্রে। কিন্তু এ নিয়ে চিন্তার কিছু নেই। এখন বাড়িতে বসেই করাতে পারবেন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক। photo source collected
advertisement
2/5
এর জন্য আপনাকে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে। অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করুন। photo source collected
advertisement
3/5
এর পর এই পেজের ডানদিকে ‘Notices’ বলে একটি অপশন দেবে। সেখানে গিয়ে ‘Link Ration Card with Aadhaar Card’-এ ক্লিক করুন। নতুন একটি পেজ খুলে যাবে। photo source collected
advertisement
4/5
এবার নিজের রেশন কার্ডের নম্বর এবং ক্যাটাগরি দিন। এরপর অপশন দেখাবে 'আধার এবং মোবাইল নম্বর আপডেট রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য আধার এবং মোবাইল নম্বর আপডেটের অপশন বেছে নিন।photo source collected
advertisement
5/5
এবার আধার নম্বর, মোবাইল নম্বর দিন। এরপর ফোনে ওটিপি আসবে। সেটা যাচাই করে নিলেই লিঙ্ক হয়ে যাবে আধারকার্ড ও রেশন কার্ড। photo source collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar card | ration card: কোনও কেন্দ্রে যেতে হবে না ! ঘরে বসেই আধারের সঙ্গে লিঙ্ক করুন রেশন কার্ড !