TRENDING:

Pan-Aadhaar লিঙ্ক তো করালেন, কিন্তু কাজটা আদৌ হল তো? সেটার প্রমাণ পাবেন কীভাবে?

Last Updated:
প্যান এবং আধার কার্ড সব নির্দেশ মেনে লিঙ্ক করানো হল, জরিমানাও দেওয়া হল, এবার কী ভাবে বোঝা যাবে যে কাজটা হয়েছে?
advertisement
1/10
Pan-Aadhaar লিঙ্ক তো করালেন, কিন্তু কাজটা আদৌ হল তো? সেটার প্রমাণ পাবেন কীভাবে?
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস, সংক্ষেপে সিবিডিটি এবার বেশ কড়া। প্যান আর আধার কার্ড লিঙ্ক করার শেষ সময়সীমা হিসেবে সেই যে ৩০ জুন, ২০২৩ তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল, সেটায় আর কোনও নড়চড় দেখা যাচ্ছে না।
advertisement
2/10
মনে হচ্ছে না আর প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হবে। অবশ্য বিশেষজ্ঞদের মত আলাদা। তাঁরা আশা করছেন যে এই সময়সীমা ফের আগের মতো বাড়ানো হলেও হতে পারে।
advertisement
3/10
এই যেমন সুজিত বাঙ্গার, প্রাক্তন আইআরএস অফিসার এবং ট্যাক্সবাডিডটকম-এর প্রতিষ্ঠাতা বলছেন যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ হচ্ছে ৩০ জুন, ২০২৩ তারিখে। অন্য দিকে, আইটিআর ফাইল করার সময়সীমা ৩১ জুলাই, ২০২৩।
advertisement
4/10
অনেক ব্যবহারকারী এই সময়সীমাতে বিভ্রান্ত হতে পারেন। আইটিআর ফাইলিংয়ের সময়সীমার সঙ্গে মেলানোর জন্য সরকারের উচিত প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো।
advertisement
5/10
তবে যতক্ষণ পর্যন্ত না খোদ সিবিডিটি এই বিষয়ে স্পষ্ট করে কিছু না জানাচ্ছে, ঝুঁকি নেওয়া উচিত হবে না। হাতে পড়ে আর মাত্র ৩ দিন, এর মধ্যে প্যান আর আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়াই ভাল।
advertisement
6/10
এখন ১০০০ টাকা করে যে জরিমানা দিতে হচ্ছে, সেটা পোর্টালে দেখাতে কিছু সময় নেয়, অতএব শেষ দিনের অপেক্ষায় না থেকে পারলে এখনই দুই কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত হবে। সেও না হয় হল।
advertisement
7/10
কিন্তু একটা মোক্ষম প্রশ্ন এই জায়গায় এসে বিব্রত করছে অনেককেই- প্যান এবং আধার কার্ড সব নির্দেশ মেনে লিঙ্ক করানো হল, জরিমানাও দেওয়া হল, এবার কী ভাবে বোঝা যাবে যে কাজটা হয়েছে? টাকাটাও জলে গেল, এদিকে কাজটাও হল না, এমন পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়াতে হয়?
advertisement
8/10
বেশি চিন্তা না করে প্যান-আধার লিঙ্কের স্টেটাস দেখে নিলেই সন্দেহের অবসান হবে। কীভাবে, তা জেনে নেওয়া যাক! আধার-প্যান লিঙ্ক হয়েছে কি না, তা অনলাইনে যাচাই করার উপায়: ট্যাক্স ই-ফাইলিংয়ের ওয়েবসাইটে incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।
advertisement
9/10
পেজের বাঁদিকে ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনে যেতে হবে। ওই সেকশনের ‘লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করতে হবে। এখানে নিজের ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২-ডিজিট আধার নম্বর দিতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’ বিকল্পে ক্লিক করতে হবে। যাঁদের আধার আর প্যান কার্ড ইতিমধ্যেই লিঙ্ক করানো রয়েছে, তাঁদের আধার নম্বর স্ক্রিনে ভেসে উঠবে।
advertisement
10/10
আধার-প্যান লিঙ্ক হয়েছে কি না, তা এসএমএস-এর মাধ্যমে যাচাই করার উপায়: 567678 অথবা 56161- এই দুই নম্বরে এসএমএস পাঠানো যেতে পারে এই ফরম্যাটে: UIDPAN <12 digit Aadhaar number> <10 digit PAN number> আধার আর প্যান লিঙ্ক করা থাকলে কমফার্মেশন মেসেজ এসে যাবে ফোনে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar লিঙ্ক তো করালেন, কিন্তু কাজটা আদৌ হল তো? সেটার প্রমাণ পাবেন কীভাবে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল