TRENDING:

How To Become Crorepati: বেতন কম হলেও চিন্তা নেই, এই টিপসগুলো মেনে চলুন, আপনিও কোটিপতি হতে পারবেন, দেখুন

Last Updated:
How To Become Crorepati: এখন কেউ বলতে পারেন, বিনিয়োগ করতে হবে সে তো বুঝলাম, কিন্তু কীভাবে? তারও উপায় রয়েছে।
advertisement
1/11
বেতন কম হলেও চিন্তা নেই, এই টিপসগুলো মেনে চলুন, আপনিও কোটিপতি হতে পারবেন, দেখুন
“বেতন কম। সঞ্চয়ই হয় না তো বিনিয়োগ! সংসার চালাতেই হিমশিম দশা।” বেজার মুখে এমন অভিযোগ অনেকেই করেন। খরচখরচা প্রতিদিন বাড়ছে, এ কথা সত্যি। কিন্তু তার মধ্যেও সংসার খরচা সামলে বিনিয়োগ করতে হবে। নাহলে ভবিষ্যত অন্ধকার। এখন কেউ বলতে পারেন, বিনিয়োগ করতে হবে সে তো বুঝলাম, কিন্তু কীভাবে? তারও উপায় রয়েছে। এর জন্য নিজেকে কড়া নিয়মের নিগড়ে বাঁধতে হবে। অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে কিছু টিপস। তাহলেই দেখবেন, মাসের শেষে অনেক টাকাপয়সা হাতে বেঁচে যাচ্ছে। সেগুলো বিনিয়োগ করে কোটিপতিও হতে পারেন।
advertisement
2/11
মাসকাবারি বাজেট: কত আয় হচ্ছে, আর কোথায় কত খরচ হচ্ছে, এসবের হিসেব রাখতে হবে। একটা সময় গৃহস্থ বাড়িতে মাসকাবারি খাতা থাকত। সেখানেই লেখা থাকত খরচখরচার খুঁটিনাটি। সে রকম আর কী! এ থেকে কোথায় কত খরচ হচ্ছে, কোন খরচ কমানো যায়, কোনগুলো অপ্রয়োজনীয় খরচ, সব বোঝা যাবে।
advertisement
3/11
এমার্জেন্সি ফান্ড: কোথা থেকে, কখন বিপদ আসবে কেউ জানে না। আর বিপদ সামলানোর জন্য টাকার প্রয়োজন। এই জন্যই এমার্জেন্সি ফান্ড। যাতে প্রয়োজনের সময় কারও কাছে হাত পাততে না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ।
advertisement
4/11
ক্রেডিট কার্ড: ক্রেডিট কার্ড এখন নিত্যদিনের অঙ্গ। সবার পকেটেই থাকে। কিন্তু হিসেব থাকে না। কোনও জিনিস পছন্দ হয়েছে। হাতে নগদ নেই, কিন্তু পকেটে ক্রেডিট কার্ড রয়েছে। অতএব কিনে ফেললেন। এমনটা করলে চলবে না। এতে ধারের বোঝা বাড়বে, সুদ গুণতে হবে। অনেক ঝামেলা। তাই সাবধানে ব্যবহার করাই ভাল।
advertisement
5/11
বাড়িতে টাকা নয়: প্রত্যেকের কাছেই অল্পবিস্তর টাকাপয়সা, সোনাদানা থাকে। অনেক কষ্টে জমানো। কিন্তু সে সব বাড়িতে ফেলে রাখা উচিত নয়। চোর-ডাকাতের ভয় আছে। একবার গেলে আর হবে না। বরং সেগুলো বিনিয়োগ করতে হবে। কথায় আছে, টাকায় টাকা বাড়ে। একদিন এই অল্প টাকায় মোটা লাভ এনে দেবে।
advertisement
6/11
আর্থিক লক্ষ্য: ভবিষ্যৎকে বিভিন্ন আর্থিক্ লক্ষ্যে ভাগ করে নিতে হয়। সেটা গাড়ি, বাড়ি কেনা হতে পারে কিংবা সন্তানের বিয়ে, উচ্চশিক্ষা। সেই অনুযায়ী বিনিয়োগ করতে হবে। তাহলে আর নির্দিষ্ট সময়ে টাকার অভাব হবে না।
advertisement
7/11
অবসর ভাবনা: কোনও মানুষই আজীবন খাটতে পারে না। একটা বয়সের পর অবসর নিতেই হয়। কিন্তু না খাটলে টাকা আসবে কোথা থেকে? এজন্যই আগাম অবসর পরিকল্পনা করে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর জন্য পিপিএফ, এন পিএসের মতো সরকারি স্কিম রয়েছে। ঝুঁকি নিতে পারলে মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারেও বিনিয়োগ করা যায়।
advertisement
8/11
স্বাস্থ্য বিমা: চিকিৎসা খরচ দিনদিন বাড়ছে। একবার হাসপাতালে ভর্তি হলে কয়েক লাখ টাকার ধাক্কা। বিপুল খরচ যোগাতে অনেক মধ্যবিত্তকেই ভিটে মাটি বিক্রি করতে হয়। স্বাস্থ্য বিমা থাকলে এই দিক থেকে নিশ্চিন্তি। খরচ যোগাবে বিমা কোম্পানি।
advertisement
9/11
অযথা খরচে রাশ: উইকএন্ডে ঘুরতে যাওয়া, ছুটি পেলেই দীঘা, পুরি কিংবা প্রতি শনি-রবিবার রেস্তোরাঁয় ভূরিভোজ। এমনটা কে না চায়। কিন্তু এতে খরচও হয় বিস্তর। আর এর বেশিটাই অপ্রয়োজনীয় খরচ। এতে রাশ টানতে হবে।
advertisement
10/11
আয়ের নতুন উৎস: প্রতিযোগিতার বাজার। এই সময় টিকে থাকতে গেলে নিজেকেও আপগ্রেড করতে হবে। এতে শুধু নতুন কিছু শেখা যাবে তাই নয়, আয়ের নতুন পথও খুলে যাবে। দিন শেষে লাভ হবে আপনারই।
advertisement
11/11
ট্যাক্স বাঁচানোর পথ: আয়ের একটা বড় অংশ ট্যাক্সের পিছনে চলে যায়। এই নিয়ে করদাতারা অসন্তুষ্ট। কিন্তু উপায়ও নেই। আয় করলে কর দিতে হবে। তবে কর বাঁচানোর কিছু পথ রয়েছে। সেগুলো জানতে হবে। তাহলেই বছরের শেষে অনেক টাকা বেঁচে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
How To Become Crorepati: বেতন কম হলেও চিন্তা নেই, এই টিপসগুলো মেনে চলুন, আপনিও কোটিপতি হতে পারবেন, দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল