SIP-তে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন? মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন দেখে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
মিউচুয়াল ফান্ড বিনিয়োগে কত রিটার্ন মিলতে পারে, এই গণনায় চক্রবৃদ্ধি নীতি অনুসরণ করে এসআইপি ক্যালকুলেটর।
advertisement
1/7

এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সাধারণত মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করা হয়। নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করতে হয়। সেটা সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক হতে পারে।
advertisement
2/7
এ দেশে এসআইপির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কারণ এতে টাকার গড় খরচের সুবিধা পাওয়া যায় অর্থাৎ এটা নেট অ্যাসেট ভ্যালুর বৃদ্ধি বা হ্রাসকে গড় করে। এর ফলে বিনিয়োগকারী সময় বা বাজারের অস্থিরতা সম্পর্কে না ভেবে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিনিয়োগ করতে পারেন।
advertisement
3/7
এসআইপি ক্যালকুলেটর: এসআইপি ক্যালকুলেটর মূলত ‘ইনভেস্টমেন্ট টুল’ যা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিনিয়োগে কত রিটার্ন মিলতে পারে সেটা গণনা করে। যদিও পুরোটাই অনুমান। মিউচুয়াল ফান্ডের রিটার্ন অনেকগুলো কারণের উপর নির্ভর করে।
advertisement
4/7
এসআইপি রিটার্ন গণনা: মিউচুয়াল ফান্ড বিনিয়োগে কত রিটার্ন মিলতে পারে, এই গণনায় চক্রবৃদ্ধি নীতি অনুসরণ করে এসআইপি ক্যালকুলেটর। সোজা কথা হল, একজন বিনিয়োগকারী যত বেশি বিনিয়োগ করবেন, তত বেশি লাভ পাবেন।
advertisement
5/7
একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট বোঝা যাবে। ধরা যাক, কেউ ১০ বছর মেয়াদে মাসিক ৫ হাজার টাকা বিনিয়োগ করলেন। ১২ শতাংশ রিটার্ন ধরলে মেয়াদ শেষে তিনি ১১.৬১ লক্ষ টাকা পাবেন। এর মধ্যে সুদ থেকে লাভ ৫.৬১ লক্ষ টাকা (১১.৬১ লক্ষ থেকে ৫০০০x১০x১২ বাদ দিয়ে)।
advertisement
6/7
একইভাবে যদি কেউ ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে হাতে আসবে ২৫.২২ লক্ষ টাকা। এখানে মোট বিনিয়োগের পরিমাণ ৯ লক্ষ টাকা (৫০০০x১৫x১২), বাকিটা সুদ। কিন্তু মজার কথা হল, পাঁচ বছর মেয়াদ বাড়াতেই বিনিয়োগ থেকে লাভ দ্বিগুণ হয়ে গেল।
advertisement
7/7
এসআইপি ক্যালকুলেটর থেকে কী জানা যায় না: মূলধন লাভের জন্য কত কর দিতে হবে, এসআইপি ক্যালকুলেটর থেকে তা বোঝা যায় না। এর জন্য মিউচুয়াল ফান্ড স্কিমের ‘ট্যাক্স ট্রিটমেন্ট’ দেখতে হবে। এছাড়া মিউচুয়াল ফান্ড স্কিমের সঙ্গে সম্পর্কিত খরচও দেখায় না। এটা প্রাথমিকভাবে স্কিমের ব্যয় অনুপাত এবং এক্সিট লোডের উপর ভিত্তি করে দিতে হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP-তে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন? মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন দেখে নিন