Ilish Price: চড়চড়িয়ে বাড়ছে ইলিশের দাম! খামখেয়ালি আবহাওয়ায় মাছের জোগানে টান, না মিলছে ভাল ইলিশ, এবার কত দরে পাতে উঠবে এক পিস?
- Published by:Ananya Chakraborty
 - hyperlocal
 - Reported by:Nawab Ayatulla Mallick
 
Last Updated:
Ilish Price: মরশুমের শুরুতে বিপুল পরিমাণে ইলিশ মিলছিল সমুদ্র থেকে। ঝাঁকে ঝাঁকে মাছ উঠছিল জালে। কিন্তু সম্প্রতি আবহাওয়া খামখেয়ালি আচরণ শুরু করেছে। 
advertisement
1/6

 মরশুমের শুরুতে বিপুল পরিমাণে ইলিশ মিলছিল সমুদ্র থেকে। ঝাঁকে ঝাঁকে মাছ উঠছিল জালে। কিন্তু সম্প্রতি আবহাওয়া খামখেয়ালি আচরণ শুরু করেছে।
advertisement
2/6
 মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা। ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের কয়েক হাজার মৎস্যজীবীরা।
advertisement
3/6
 এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল, বেশিরভাগ মৎস্যজীবী ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি চলে এসেছেন। মাছ খুব একটা বাজারে আসছেনা।
advertisement
4/6
 এবছর মৎস্যজীবীরা ভেবেছিলেন ভাল পরিমাণে মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপর থেকে সমুদ্র উত্তাল রয়েছে। হাতে গোনা কয়েক দিন সমুদ্রে মাছ ধরা গিয়েছে।
advertisement
5/6
 ইলিশের দাম যেখানে ৬০০ টাকাতে নেমেছিল সেখানে ইলিশের দাম উঠেছে ৮০০ টাকা প্রতি কেজি। অপরদিকে বড় মাছ ২২০০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে।
advertisement
6/6
 এখন আবহাওয়া কবে ভাল হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। এই পরিস্থিতি চলতে থাকলে অসুবিধায় পড়বেন অনেকেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ilish Price: চড়চড়িয়ে বাড়ছে ইলিশের দাম! খামখেয়ালি আবহাওয়ায় মাছের জোগানে টান, না মিলছে ভাল ইলিশ, এবার কত দরে পাতে উঠবে এক পিস?