বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম প্রয়োজনীয় উপাদান হল আসন। তাই পুজো কিংবা বছরের অন্যান্য দিন সারা বছরই আসনের প্রয়োজনীয়তা থেকেই যায়। তবে তা যদি হয় নতুনত্ব ডিজাইনের বৌ আসন তাহলে তো কথাই নেই। তাই শিপ্রা দেবীর হাতে তৈরি এই আসনের চাহিদাও ব্যাপকহারে। দামও রয়েছে সাধ্যের মধ্যেই। ১০০ টাকা থেকে শুরু করে সাইজ অনুযায়ী দাম রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সন্ধে হলেই ভয়ে কাঁপছে এলাকার মহিলারা, বন্ধ স্কুলের ভিতরে গোপনে চলছে এই কাজ, কোথায় জানেন?
এবিষয়ে শিল্পী শিপ্রা গোস্বামীর কথায়, “ছোট থেকেই তাঁর সক নানা ধরণের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি ঘর সাজানোর জিনিস তৈরি করা। এরপরেই তাঁর ভাবনা থেকে ছাট কাপড় দিয়ে এই আসন তৈরির চিন্তাভাবনা মাথায় আসে। এরপরেই যেমন ভাবনা তেমন কাজ। আশপাশের এলাকা থেকে আসা মহিলারা প্রত্যেকেই মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিয়েছেন।”
শিপ্রাদেবীর হাতে শেখানো এসব আসন মহিলারা বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন। তাঁরা যাতে এই ধরণের হস্তশিল্প বানিয়ে বিক্রি করে লাভবান হতে পারেন সেটাই শিল্পী শিপ্রাদেবীর মূল লক্ষ্য। ঘরে বসে তাঁরা নানানরকম ডিজাইনের আসন তৈরি করে তা বিক্রি করে স্বনির্ভর হতে পারছেন সহজেই। বৌ আসন তৈরির মাধ্যমে ইতিমধ্যেই আট থেকে দশজন মহিলাকে স্বনির্ভরতার দিশা দেখাতে পেরেছেন তিনি। সেই দিক থেকেও তাঁর অদম্য লড়াই চলছে। ভবিষ্যতে এই ধরণের অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে আরও নানাধরনের কাজ করার আগ্রহ রয়েছে শিল্পী শিপ্রা গোস্বামীর।





