TRENDING:

জালে উঠল পেল্লাই সাইজের 'বিশালাকার' ইলিশ...! দাম উঠল কত? চওড়া হাসি মৎস্যজীবীর মুখে!

Last Updated:
সোমবার রান্না পুজোর আগের দিন বাজারে ইলিশ মেলায় দুস্কর। যদিও ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এল আক্ষরিক অর্থেই 'বিরাট' খবর।
advertisement
1/6
জালে উঠল পেল্লাই সাইজের 'বিশালাকার' ইলিশ! দাম উঠল কত? চওড়া হাসি মৎস্যজীবীর মুখে!
আসছে দুর্গাপুজো। উৎসবের মরশুম। আর তার আগেই সুখবর এসেছে ওপার বাংলা থেকে। এবারেও টন টন পদ্মার ইলিশ ঢুকতে চলেছে কলকাতার বাজারে। কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বানকে সারা দিয়ে বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ মাছ রফতানির ঘোষণা করা হবে। প্রতীকী ছবি
advertisement
2/6
এদিকে এই বঙ্গে ইলিশের আকাল বিদ্যমান। সোমবার রান্না পুজোর আগের দিন বাজারে ইলিশ মেলায় দুস্কর। যদিও ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এল আক্ষরিক অর্থেই 'বিরাট' খবর। রাজধানী ঢাকার ৩০০ কিলোমিটার দূরের পটুয়াখালির কুয়াকাটার জেলে ইদ্রিস মিঞা ধরলেন আড়াই কেজির ইলিশ মাছ। আর বিশালাকার মাছটি বিক্রিও হল চড়া দামে।
advertisement
3/6
বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার দুপুরে কুয়াকাটা মাছ বাজারে ইলিশটি নিয়ে আসলে ১২ হাজার ৩৯ টাকায় মাছটি কিনে নেন বশির গাজি নামে এক মৎস্য ব্যবসায়ী। ওই মৎস্যজীবীর কাছ থেকে ইলিশটি কেনার পর বশির আরেক ব্যবসায়ী ক্রেতার কাছে ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন।
advertisement
4/6
মৎস্যজীবী ইদ্রিস স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, " এত বড় মাছ সাধারণত পাওয়া যায় না। তবে বড় ইলিশ পেলে তার দামও একটু বেশি হয়। এমনিতে দেশের নদ-নদীতে এখন তেমন ইলিশ মিলছে না। তবে বড় ইলিশ পেলে আমরাও কিছুতে সুখের মুখ দেখি সপিরবারে।” প্রতীকী ছবি
advertisement
5/6
গাজি ফিশের ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ বশির গাজির কথায়, “এত বড় মাছ এই বাজারে এখন তেমন একটা দেখা যায় না। তাই আমি নিলামে তুলি। পরে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।” প্রতীকী ছবি
advertisement
6/6
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য আধিকারীক অপু সাহা বলেন, “বড় ইলিশ মূলত মৎস্যজীবীদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের মৎস্যজীবীদের পাশাপাশি উপকূলের মৎস্যজীবীদের জালেও এখন বড় ইলিশ ধরা পড়ছে। আর তাতেই কিছুটা সুখের মুখ দেখছেন মৎস্যব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জালে উঠল পেল্লাই সাইজের 'বিশালাকার' ইলিশ...! দাম উঠল কত? চওড়া হাসি মৎস্যজীবীর মুখে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল