HDFC ব্যাঙ্কে পাঁচ বছরের জন্য ১০ হাজার টাকার RD করেছেন? কত রিটার্ন পাবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
HDFC Bank RD: কেউ যদি এইচডিএফসি ব্যাঙ্কে ৫ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকার রেকারিং ডিপোজিট করেন তাহলে মেয়াদ শেষে তিনি কত রিটার্ন পাবেন?
advertisement
1/6

ফিক্সড ডিপোজিটের মতো রেকারিং ডিপোজিটেও নিশ্চিত রিটার্ন মেলে। টাকাও থাকে নিরাপদ। তবে রিটার্ন নির্ভর করে বেশ কিছু ফ্যাক্টরের উপর। গ্রাহক বিনিয়োগের কোন বিভাগে পড়েন এবং কত বছরের জন্য বিনিয়োগ করছেন, এই দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ।
advertisement
2/6
রেকারিং ডিপোজিটে বিনিয়োগকারীকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। ম্যাচিউরিটিতে সুদ-সহ পুরো টাকা হাতে আসে। ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদে আরডি অ্যাকাউন্ট খোলা যায়। এর মধ্যে গ্রাহকের জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত হবে, সেটা দেখতে হবে।
advertisement
3/6
ব্যাঙ্কগুলি বর্তমানে রেকারিং ডিপোজিটে ৫.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। মেয়াদ এক বছর থেকে ৫ বছর পর্যন্ত। প্রবীণ নাগরিকদের এর উপর ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হয়। তবে এই মুহূর্তে রেকারিং ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক।
advertisement
4/6
এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৬ মাসের রেকারিং ডিপোজিট স্কিমে ৪.৫০ শতাংশ, ৯ মাস মেয়াদে ৫.৭৫ শতাংশ, ১২ মাস মেয়াদে ৬.৬০ শতাংশ, ১৫ মাস মেয়াদে ৭.১০ শতাংশ, ২৪ মাস মেয়াদে ৭ শতাংশ, ২৭ মাস মেয়াদে ৭ শতাংশ, ৩৬ মাস মেয়াদে ৭ শতাংশ, ৩৯ মাস মেয়াদে ৭ শতাংশ, ৪৮ মাস মেয়াদে ৭ শতাংশ, ৬০ মাস মেয়াদে ৭ শতাংশ, ৯০ মাস মেয়াদে ৭ শতাংশ এবং ১২০ মাস মেয়াদে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
5/6
এখন কেউ যদি এইচডিএফসি ব্যাঙ্কে ৫ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকার রেকারিং ডিপোজিট করেন তাহলে মেয়াদ শেষে তিনি কত রিটার্ন পাবেন? এইচডিএফসি-র আরডি ক্যালকুলেটর অনুযায়ী, ৭ শতাংশ সুদের হারে ম্যাচিউরিটিতে ৭,১৯,২১৩ টাকা রিটার্ন মিলবে। আর প্রবীণ নাগরিকরা ৫ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকার আরডি করলে ৭.৫০ শতাংশ সুদের হারে ৭,২৮,৭৭১ টাকা রিটার্ন পাবেন।
advertisement
6/6
আবার যদি কেউ পাঁচ বছরের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা জমা করেন তাহলে ৭ শতাংশ সুদের হারে তিনি ৩,৫৯,৬০৮ টাকা রিটার্ন পাবেন। পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে ১৫ হাজার টাকা জমা করলে রিটার্নের পরিমাণ দাঁড়াবে ১,০৭৮,৮১৬ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC ব্যাঙ্কে পাঁচ বছরের জন্য ১০ হাজার টাকার RD করেছেন? কত রিটার্ন পাবেন দেখুন