মুম্বইয়ে ৩ বাড়ি, লখনউতে সুবিশাল ক্ষেত, দার্জিলিংয়ে বাংলো, আমেরিকায় ভিলা ! হাতে ছবি না থাকলেও এখনও গোবিন্দা ‘রাজা বাবু’, এত সম্পত্তি এল কীভাবে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Govinda Net Worth: যখন কেরিয়ার ছিল মধ্যগগনে, তখন আজকালকার মতো অভিনেতারা কোটি কোটি টাকা পেতেন না। তাহলে এত সম্পদ এল কোথা থেকে?
advertisement
1/5

এখন আর ছবি করেন না। রাজনীতির দুনিয়া সহ্য হয়নি, সবিনয়ে বিদায় জানিয়েছেন তাকেও। তার পরেও গোবিন্দার বিলাসবহুল জীবনধারা দেশের পয়লা সারির ধনীদেরও চোখ কপালে তুলতে পারে। File Photo
advertisement
2/5
কীভাবে, সেই প্রশ্নটা তাড়িয়ে বেড়াবে। যখন কেরিয়ার ছিল মধ্যগগনে, তখন আজকালকার মতো অভিনেতারা কোটি কোটি টাকা পেতেন না। তাহলে এত সম্পদ এল কোথা থেকে? অভিনয়ের কেরিয়ার থেকে একেবারেই যে কিছু উপার্জন করেননি নায়ক, এমনটা তো নয়। তাছাড়া, মূল্যস্ফীতির প্রকোপ তখন ছিল কম, এটাও ভুললে চলবে না।
advertisement
3/5
ফলে, যা উপার্জন করেছেন, তা সুষ্ঠুভাবে বিনিয়োগও করেছেন তিনি। এটাই তাঁর সম্পদ বৃদ্ধির প্রধান কারণ। সঙ্গে আছে ব্র্যান্ড এনডোর্সমেন্ট। হাতে এখন ছবি নেই, কিন্তু নানা বিজ্ঞাপনে গোবিন্দাকে হামেশাই দেখা যায়। প্রতি বিজ্ঞাপন পিছু তিনি ২ কোটি টাকা নিয়ে থাকেন বলে খবর! বছরে এখন তাঁর উপার্জন ১৬ কোটি টাকার উপরেই হয়, মোট সম্পত্তির মূল্য ১৭০ কোটি টাকার কাছাকাছি। সেই সম্পত্তির পরিমাণও অকল্পনীয় বললেই ঠিক হয়।
advertisement
4/5
সবার আগে আসা যাক মুম্বইয়ের জয় দর্শন বাড়ির কথায়, এখানেই সপরিবারে থাকেন নায়ক। জুহু এলাকার এই বাড়ির মূল্য ১৬ কোটি টাকা। রুইয়া পার্ক আর মাড আইল্যান্ডেও ১ কোটি টাকার বাংলো আছে- এগুলো ছবির শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। মাস পিছু এই দুই বাড়ি থেকে হেসে-খেলে আয় হয় নায়কের। সঙ্গে আছে হোটেল বিজনেসও।
advertisement
5/5
লখনউতে রয়েছে ৯০ হাজার বর্গফুটের চাষজমি। রায়গড়ে ফার্মহাউজ, পরিবার নিয়ে সেখানে ছুটি কাটাতে যান নায়ক। দার্জিলিংয়ে আছে চোখজুড়ানো বাংলো, আমেরিকাতেও একটি ভিলা কিনে ফেলেছেন গোবিন্দা। বাড়ির পরেই আসে গাড়ির কথা। তাও সংগ্রহে বড় কম নয়। ১৫ লাখের ক্রেটা, ৩৪ লাখের টয়োটা ফরচুন, ৩৬ লাখের ফোর্ড এনডেভর, ৪৩ লাখের মার্সিডিজ সি২২ওডি, ৬৪ লাখের মার্সিডিজ বেনজ জিএলসি- কী নেই! বলতেই হয়, পর্দায় যেমন, বাস্তব জীবনেও গোবিন্দা পাক্কা ‘রাজা বাবু’!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মুম্বইয়ে ৩ বাড়ি, লখনউতে সুবিশাল ক্ষেত, দার্জিলিংয়ে বাংলো, আমেরিকায় ভিলা ! হাতে ছবি না থাকলেও এখনও গোবিন্দা ‘রাজা বাবু’, এত সম্পত্তি এল কীভাবে?