TRENDING:

SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, মিলবে এই বিশেষ সুবিধা

Last Updated:
SBI: বর্তমানে এসবিআই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করেছে। অর্থাৎ আগামী ৫ মাস এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।
advertisement
1/6
SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, মিলবে এই বিশেষ সুবিধা
‘উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়াল এসবিআই। দেশের বৃহত্তম ব্যাঙ্কে যাঁরা এফডি করার কথা ভাবছেন, তাঁদের জন্য এটা সুখবর। ২০২৪-এর ৩১ মার্চ ছিল এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ। বর্তমানে এসবিআই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করেছে। অর্থাৎ আগামী ৫ মাস এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।
advertisement
2/6
এসবিআই উইকেয়ার স্কিমে সুদের হার ৭.৫ শতাংশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) এই স্কিমে প্রবীণ নাগরিকদের সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে ০.৫ শতাংশ বেশি সুদ দেওয়া হয়। এই স্কিমে ৫ থেকে ১০ বছর মেয়াদে বিনিয়োগ করা যায়। এসবিআই জানিয়েছে, নতুন এবং পুনর্নবীকরণযোগ্য এফডি-তে এই হারে সুদ দেওয়া হবে।
advertisement
3/6
প্রবীণ নাগরিকরা সাধারণত নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান। যাতে নিশ্চিত রিটার্ন মেলে। ঝুঁকি নিতে না হয়। এই জন্যই ফিক্সড ডিপোজিট তাঁদের প্রথম পছন্দ। এসবিআই উইকেয়ার স্কিমে চমৎকার রিটার্ন মেলে। কোনও ঝুঁকিও নেই। কোভিডের সময় প্রবীণ নাগরিকদের অর্থ নিরাপদে রাখার বিকল্প হিসেবে উইকেয়ার স্পেশাল এফডি স্কিম চালু করেছিল এসবিআই।
advertisement
4/6
সাধারণত, প্রবীণ নাগরিকরা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। কিন্তু এসবিআই উইকেয়ার এফডি-তে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্টের উপর আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়তি সুদ দেওয়া হয়। অর্থাৎ এই স্কিমে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ১ শতাংশ বেশি সুদ।
advertisement
5/6
প্রসঙ্গত, কেউ যদি উইকেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৫০ শতাংশ সুদের হারে তিনি ৫,৪১,৯১৩ টাকা রিটার্ন পাবেন। এর মধ্যে সুদ হিসেবে মিলবে ৪১,৯১৩ টাকা। উল্লেখ্য, ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের সাধারণ ফিক্সড ডিপোজিটে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ দেয় এসবিআই। একই সঙ্গে আয়কর আইন অনুযায়ী টিডিএস কাটা হয়।
advertisement
6/6
এর আগে এসবিআই উইকেয়ার স্কিমের সময়সীমা ৩ মাস বাড়িয়েছিল এসবিআই। কোভিডের সময় শুরু হয়ে ২০২৩-এর ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিনিয়োগের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর কয়েক ধাপে সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। বর্তমানে সেটাই বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, মিলবে এই বিশেষ সুবিধা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল