TRENDING:

PM Kisan: পিএম কিষাণের সুবিধাভোগী কৃষকদের জন্য বড় সুখবর, জেনে নিন বিস্তারিত

Last Updated:
স্পষ্ট করে দেওয়া হয়েছে, ই-কেওয়াইসি না করালে ১৪তম কিস্তির টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে না।
advertisement
1/8
পিএম কিষাণের সুবিধাভোগী কৃষকদের জন্য বড় সুখবর, জেনে নিন বিস্তারিত
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য সুখবর। সরকার ই-কেওয়াইসি-র সময়সীমা এই মাসের শেষ পর্যন্ত বাড়িয়েছে। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, ই-কেওয়াইসি না করালে ১৪তম কিস্তির টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে না।
advertisement
2/8
পিএম কিষাণ পোর্টালের জারি করা বার্তা অনুযায়ী পিএম কিষাণ নিবন্ধিত কৃষকদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক। এই পোর্টাল থেকেই ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি করা যাবে। বায়োমেট্রিক ভিত্তিক ই-কেওয়াইসি-র জন্য নিকটবর্তী সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করত বলা হয়েছে।
advertisement
3/8
সমস্ত পিএম কিষাণ সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি-র সময়সীমা চলতি মাসের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। এখনও ই-কেওয়াইসি না হয়ে থাকলে অবিলম্বে করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
4/8
ই-কেওয়াইসি করার পদ্ধতি:
advertisement
5/8
প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এর নিচে ‘ফার্মার্স কর্নার’ নামে মেনু রয়েছে। সেখানে রয়েছে ই-কেওয়াইসি বিভাগ। ই-কেওয়াইসি বিভাগে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাবে। সেখানে আধার নম্বর লিখে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি চার সংখ্যার ওটিপি যাবে। প্রদত্ত বক্সে সেটা টাইপ করতে হবে। এরপর ৬ সংখ্যার নম্বর এবং ওটিপি আসবে। এটাও টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এটা করলেই ই-কেওয়াইসি সম্পন্ন হবে।
advertisement
6/8
১২ কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নাম লিখিয়েছেন। এই প্রকল্পে প্রতি বছর তিন কিস্তিতে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা কৃষকদের ভর্তুকি হিসেবে দেওয়া হয়। এপ্রিল-জুলাইয়ে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা।
advertisement
7/8
দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। এই টাকা সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠানো হয়। স্কিমের সুবিধাগুলি শুধুমাত্র যোগ্য কৃষকদের জন্য উপলব্ধ। সেই কারণেই ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
8/8
ইতিমধ্যে ১৩টি কিস্তির টাকা পাঠানো হয়েছে। এবার ১৪তম কিস্তির পালা। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ২৮ জুলাই ২০২৩, যোগ্য কৃষকদের ১৪তম কিস্তির টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সাড়ে ৮ কোটির বেশি কৃষক উপকৃত হবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষাণের সুবিধাভোগী কৃষকদের জন্য বড় সুখবর, জেনে নিন বিস্তারিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল