TRENDING:

গত বছর দাম বেড়েছিল ৭০%! ২০২৬ সালে কেমন দাম হবে সোনার? জেনে নিন বিশেষজ্ঞদের মত

Last Updated:
তাঁদের মতে, আগামী বছরেও সোনার দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
advertisement
1/6
গত বছর দাম বেড়েছিল ৭০%! ২০২৬ সালে কেমন দাম হবে সোনার? জেনে নিন বিশেষজ্ঞদের মত
বছরের শেষ কয়েক দিনেই সোনার বাজারে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। ইতিহাসে প্রথমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল ১ লক্ষ ৪০ হাজার টাকা। চলতি বছরে প্রায় ৭০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে এই মূল্যবান ধাতুটির। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তে থাকা আগ্রহের জেরেই এই দামবৃদ্ধি বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, আগামী বছরেও সোনার দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
advertisement
2/6
বছরের শেষ লগ্নেও সোনার দামে কোনও পতনের ইঙ্গিত নেই। বরং ধারাবাহিকভাবে দাম বাড়ছেই। বছরের শুরুতে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৩,৬৮০ টাকা, বছরের শেষে এসে তা প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সোনার দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ, যা কার্যত নজিরবিহীন।
advertisement
3/6
এই দ্রুত মূল্যবৃদ্ধি দেখে অনেকেরই আশঙ্কা, খুব শিগগিরই সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের অনুমান, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে, তখন ১০ গ্রাম সোনার দাম দাঁড়াতে পারে প্রায় ১,৫৮,৪৮৫ টাকা।
advertisement
4/6
একটি সংস্থার সমীক্ষা অনুযায়ী, আগামী বছরে সোনার দাম আরও প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যার সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি। তাই যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আগেভাগেই কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/6
তবে প্রশ্ন উঠছে, হঠাৎ এত দ্রুত কেন বাড়ছে সোনার দাম? এর অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন এবং আফ্রিকায় আইএসআইএস-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের খবর বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে।
advertisement
6/6
এর সঙ্গে যোগ হয়েছে শেয়ার বাজারের অস্থিরতা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে বহু বিনিয়োগকারী এখন সোনা ও রূপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এর ফলে চাহিদা বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। সব মিলিয়ে বর্তমানে সোনার বাজার ঊর্ধ্বমুখী এবং বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরেও এই ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গত বছর দাম বেড়েছিল ৭০%! ২০২৬ সালে কেমন দাম হবে সোনার? জেনে নিন বিশেষজ্ঞদের মত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল