TRENDING:

Gold Price Fall: কমল সোনার দাম ? দেখে নিন ১ গ্রাম কতটা সস্তা হল...

Last Updated:
Gold Price Fall: বৃহস্পতিবার ১ গ্রাম ও ১০ গ্রাম সোনা আগের তুলনায় সস্তা হয়েছে। যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি দারুণ সুযোগ হতে পারে।
advertisement
1/5
কমল সোনার দাম ? দেখে নিন ১ গ্রাম কতটা সস্তা হল...
বহুদিন ধরে ক্রমশ বেড়ে চলা সোনার দামে অবশেষে কিছুটা স্বস্তি এসেছে। গত কয়েকদিনে লাগাতার বিপুল দাম বেড়েছে সোনালি ধাতুর দাম ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই বেশি চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ ৷
advertisement
2/5
বিয়ে বা পুজো-পার্বণের আগে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি দারুণ সুযোগ। গত কয়েকদিন ধরে টানা দাম বাড়ার পর আজকের এই দাম কমা স্বস্তির খবর বয়ে এনেছে সাধারণ মানুষের জন্য।
advertisement
3/5
বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনার দাম আগামী দিনে আরও ওঠানামা করতে পারে। তাই একবারে বেশি কিনতে চাইলে বাজারের গতিবিধি দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
advertisement
4/5
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর কত হল সোনার দাম দেখে নিন ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০৭০৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮৭৯০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৩৪৮৮৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Fall: কমল সোনার দাম ? দেখে নিন ১ গ্রাম কতটা সস্তা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল