Gold Price Fall: কমল সোনার দাম ! দেখে নিন ১ গ্রাম সোনা কতটা সস্তা হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Latest Gold Price: ১ গ্রাম সোনা কতটা সস্তা হয়েছে এবং বাজারের বর্তমান ট্রেন্ড কী বলছে, দেখে নিন বিস্তারিত আপডেট।
advertisement
1/6

সকাল সকাল সুখবর ৷ বৃহস্পতিবার সস্তা হল সোনা ৷ আন্তর্জাতিক বাজারে ডলার সূচক নরম হওয়া, সুদের হারের অনিশ্চয়তা কমে যাওয়া এবং দরপতনের ফলে ভারতের বাজারেও সোনার দামে হালকা পতন দেখা যাচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদের জন্য গয়না কেনার এই সময়টি আবারও লাভজনক হয়ে উঠেছে।
advertisement
2/6
সাম্প্রতিক বাজারের হিসেব অনুযায়ী, সোনার দাম প্রতি গ্রামে দশ টাকা কমেছে। বিশেষ করে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট দুই ক্ষেত্রেই পতন লক্ষ করা যায়। গয়না ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার প্রভাব ভারতের বাজারেও পড়েছে।
advertisement
3/6
যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দাম কমার সময় কেনা সবসময় লাভজনক। আবার বিনিয়োগের লক্ষ্য থাকলে ২৪ ক্যারেট সোনা বা গোল্ড ETF জনপ্রিয় বিকল্প।
advertisement
4/6
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে সোনা এখনও একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম। তবে এই মুহূর্তে যারা কেনার কথা ভাবছেন, তাদের কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা করতে পারে।
advertisement
5/6
আজ সোনার দাম কত হল ? বৃহস্পতিবার ২৭ নভেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৯২৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৭৯০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৬২১২০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷