Gold Gets Cheaper: সস্তা হল সোনা ! ১ গ্রামের দাম কতটা কমল জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Gets Cheaper: আজ সোনার দামে পতন দেখা গিয়েছে। ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১ গ্রাম সোনা আগের তুলনায় কিছুটা সস্তা হয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবেই এই দাম কমা। দেখে নিন আজকের আপডেটেড মূল্য।
advertisement
1/8

অবশেষে স্বস্তির খবর ৷ পর পর কয়েক দিন দাম বৃদ্ধির পর অবশেষে কমেছে সোনার দাম। সাধারণ মানুষের নাগালে ফিরে আসছে গয়না কেনার পরিকল্পনা ? অনেকেই জানতে চাইছেন—ঠিক কতটা কমেছে প্রতি গ্রামের সোনার দাম? চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/8
কেন কমছে সোনার দাম?১. আন্তর্জাতিক মার্কেটে ডলারের দুর্বলতা-ডলার দুর্বল হলে সাধারণত কমোডিটি মার্কেটে সোনার দাম স্থির থাকে বা কমে। বর্তমানে মার্কিন অর্থনীতির নানা সঙ্কেতের কারণে ডলার চাপের মধ্যে রয়েছে।
advertisement
3/8
২. সুদের হার কমানোর সম্ভাবনাফেডারেল রিজার্ভ নীতিতে পরিবর্তন আসতে পারে—এমন জল্পনায় বিনিয়োগকারীরা সোনার উপর চাপ কমাচ্ছেন। ফলে দাম কমছে।
advertisement
4/8
৩. জুয়েলারি ডিমান্ড হ্রাসবিয়ের মরশুম থাকা সত্ত্বেও কয়েক সপ্তাহ ধরে চাহিদা কম ছিল। এর প্রভাব দামে পড়েছে।
advertisement
5/8
এখনই সোনা কেনা কি ভাল সিদ্ধান্ত?বিশেষজ্ঞরা বলছেন—দামের এই পতন অস্থায়ী হতে পারেআন্তর্জাতিক মার্কেটের উপর ভিত্তি করে আবারও দামে উত্থান দেখা যেতে পারেযাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী, তাঁদের কাছে এই সময়টি সুবর্ণ সুযোগ হতে পারে সোনা কেনার।
advertisement
6/8
সোনার দামের এই পতন অনেকের জন্য স্বস্তির খবর। বিশেষত যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাঁরা সুযোগটি কাজে লাগাতে পারেন। তবে বিনিয়োগের আগে প্রতিদিনের বাজারমূল্য দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
advertisement
7/8
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ৯ ডিসেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২১২৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৯৫৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৯৩৬০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
8/8
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷