Gold price today: মে মাসে ২০০০ টাকা দাম বেড়েছে সোনার, দেখে নিন আজকের দাম...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সোমবার সোনার দাম ১২০ টাকা বেড়ে ৪৮,৬৬২ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে ৷ রুপোর দাম ৪২৫ টাকা বেড়ে ৭২০৩৬ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷
advertisement
1/5

ফের উর্ধ্বমুখী সোনা-রুপো (Gold-Silver)দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম (Gold Price Today) ০.২৫ শতাংশ প্রতি ১০ গ্রামে বেড়েছে ৷ মে মাসে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ২০০০ টাকা বেড়েছে ৷
advertisement
2/5
আন্তর্জাতিক বাজারেও উর্ধ্বমুখী সোনার দাম ৷ আমেরিকায় সোনার দাম ৩.০৫ ডলার বেড়ে ১৯০৭.৩৫ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ রুপোর দাম ০.১১ ডলার বেড়ে ২৮.০৫ ডলার হয়েছে ৷ সোমবার সোনার দাম ১২০ টাকা বেড়ে ৪৮,৬৬২ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে ৷ রুপোর দাম ৪২৫ টাকা বেড়ে ৭২০৩৬ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷
advertisement
3/5
৩১ মে ২৪ ক্যারেট সোনার দাম সমস্ত শহরে আলাদা আলাদা ছিল ৷ দিল্লিতে এদিন ১০ গ্রাম সোনার দাম ৫০৮৭০ টাকা ৷ চেন্নাইয়ে ৫০৪৮০ টাকা, মুম্বইয়ে ৪৭৭০০ টাকা এবং কলকাতায় ৫০৮৬০ টাকা ৷
advertisement
4/5
সোমবার কেন্দ্র সরকার Sovereign Gold Bond Scheme এর তৃতীয় সাবস্ক্রিপশন জারি করল ৷ ৪ মে পর্যন্ত এখানে বিনিয়োগ করার সুযোগ পাবেন ৷ আরবিআই গোল্ড বন্ডের তৃতীয় সিরিজের ইস্যু প্রাইস ৪৮৮৯ টাকা প্রতি গ্রাম রেখেছে ৷ অর্থাৎ ১০ গ্রাম সোনার জন্য ৪৮৮৯০ টাকা খরচ করতে হবে ৷ বন্ড অনলাইন বা ডিজিটাল মাধ্যমে সহজেই কিনতে পারবেন ৷ এর জন্য প্রতি গ্রামে পেয়ে যাবেন ৫০ টাকা ছাড় ৷ অর্থাৎ ১০ গ্রাম সোনায় পেয়ে যাবেন ৫০০ টাকা ছাড় ৷ ৪৮৩৯০ টাকায় পেয়ে যাবেন ১০ গ্রাম সোনা ৷
advertisement
5/5
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য কেন্দ্র সরকারের তরফে 'BIS Care app' তৈরি করা হয়েছে ৷ এই অ্যাপের সাহায্যে সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold price today: মে মাসে ২০০০ টাকা দাম বেড়েছে সোনার, দেখে নিন আজকের দাম...